<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় অগ্নিকাণ্ডে আসবাবসহ বসতঘর পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় সোবাহানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সোবাহানের।</p> <p>স্থানীয় লোকজন জানায়, সকালে ওই বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা দেখে ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘরে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।</p>