<p>সচিবালয়ের আগুনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। </p> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ১২ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত দেশ বিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সচিবালয়ে অগ্নিকাণ্ড : সরকারের জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735225544-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সচিবালয়ে অগ্নিকাণ্ড : সরকারের জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461684" target="_blank"> </a></div> </div> <p>মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমাদের ছাত্রসমাজ, রাজনৈতিক সমাজ আজ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সময় এসেছে জুলাইয়ের চাইতেও কঠিন ও শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলার। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা আপনাদের শত্রু নই। কিন্তু আপনারা যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হন, তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের সংগ্রামী চেতনার কোথায় যেন চিড় ধরেছে, বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা চলছে। শেখ হাসিনার পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সে সরকারকে আমরা দুই হাত তুলে আশীর্বাদ করেছিলাম। এখনো তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। কিন্তু সে সরকার এখন একের পর এক ভুল করে চলেছে। আর তাদের এই ভুল জাতীয় ঐক্যে ফাটল তৈরি করছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735224999-cc4f67ba3302868816dffdd10eaa8d65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/26/1461682" target="_blank"> </a></div> </div> <p>মোস্তাফা জামাল হায়দার বলেন, ‘জুলাই অভ্যুথান পরবর্তী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে জাতীয় ঐক্য বিরোধী শত্রুরাই সবচাইতে বেশি খুশি হবে। দেশের বর্ডারের চারপাশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, তাকে উপেক্ষা করা সম্ভব না। পার্বত্য চট্টগ্রামে যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে, তাকে মোকাবেলা করার জন্য আরো সুদৃঢ় ঐক্য তৈরি করতে হবে।’</p> <p>বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দুর্নীতির নথি ধ্বংস করার জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। যারা এটি করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।<br />  <br /> সভাপতির বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আপনারা (অন্তবর্তী সরকার) ২৫ সালের জুনের মধ্যে নির্বাচন দিন। আমরা আাশা করবো, নববর্ষের দিন বক্তব্য দেওয়ার সময় ড. ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।’</p> <p>বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।</p>