<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া।</p> <p>কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলার প্রতিবাদে গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে এই দাবি জানান শাজাহান ভূঁইয়া। উপজেলার মুড়াপাড়া বাজারে নিজের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।</p> <p>আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাজাহান ভূঁইয়া বলেন, স্থানীয় এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর এবং তাঁর ছেলের ছত্রচ্ছায়ায় পুরো রূপগঞ্জ এলাকা তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্রধারী এবং একাধিক হত্যা মামলার  আসামিদের আনাগোনা বেড়েছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মোটর শোভাযাত্রা করলেও পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ তাদের সব অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।</p> <p>৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারসহ কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তোলেন এই স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়নে আমার কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। শুক্রবারও চনপাড়ায় আমার চার কর্মী-সমর্থকের বাড়িতে হামলা করা হয়েছে। প্রশাসন তাদের নিয়ন্ত্রণ না করলে নির্বাচনে এর প্রভাব পড়বে। ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পাবেন। তাই সুষ্ঠু নির্বাচন করতে হলে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনতে হবে।’</p> <p> </p>