<p>নিজেদের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী শনিবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শুক্রবার ছাড়া বাকি ছয় দিন প্রতিষ্ঠানটির সব দপ্তরে সব ধরনের কার্যক্রম পরিচালিত হবে।</p> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।</p> <p>এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে জানানো হয়।</p> <p>এর আগে ২০১৮ সালের ৬ আগস্ট ঠিক এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখনও আপাতাকালীন সময়ে সপ্তাহে ছয় দিন বিআরটিএর সব কার্যক্রম পরিচালিত হয়েছে। <br />  </p>