<p style="text-align:justify">আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের নজিরবিহীন বিমান হামলায় নারী-শিশুসহ ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। </p> <p style="text-align:justify">বুধবার বার্তা সংস্থান এএফপিকে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গত রাতে (মঙ্গলবার) পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি পয়েন্টে বোমাবর্ষণ করেছে পাকিস্তান। এতে মোট ৪৬ জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। তিনি আরও জানান, হামলায় আহত হয়েছেন আরো ছয়জন, যাদের বেশিরভাগই শিশু।</p> <p style="text-align:justify">এর আগে পাকিস্তানের নজিরবিহীন এই হামলা ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল আফগান সংবাদমাধ্যম খামা টিভি। </p> <p style="text-align:justify">এদিকে পাকিস্তানের বিমান হামলাকে ‘বর্বর’ এবং ‘স্পষ্ট আগ্রাসন’ উল্লেখ করে বিবৃতিতে দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার জবাব দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। </p> <p style="text-align:justify">২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, জঙ্গিগোষ্ঠীগুলো আফগানিস্তানে থেকে নিয়মিত পাকিস্তানে হামলা চালাচ্ছে। জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছে দেশটি। তবে ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল।</p>