<p style="text-align:justify">আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় নারী-শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম খামা টিভি। পাকিস্তান কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, নিষিদ্ধঘোষিত পাকিস্তানি তালেবানের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। </p> <p style="text-align:justify">জানা গেছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের বারমাল জেলার অন্তত সাতটি গ্রামে হামলা চালানো হয়েছে। এর মধ্যে লামান গ্রামের নারী, শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে গণমাধ্যম খামা। </p> <p style="text-align:justify">পাকিস্তানের এই হামলায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের জানা উচিত, এ ধরনের একতরফা পদক্ষেপ সমস্যার কোনো সমাধান নয়।</p>