<p>জাপানে ভয়াবহ আগুনে ৩৪টি ছোট কুকুরের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরের দ্বীপ হোক্কাইডোর একটি প্রজননকেন্দ্রে স্থানীয় সময় বুধবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>চিটোসে শহরের ফায়ার স্টেশনের এক কর্মকর্তা এএফপিকে জানান, মধ্যরাতের কিছু পর শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণকর্মীদের প্রায় চার ঘণ্টা লেগেছে। আগুনে বিভিন্ন জাতের ৩৪টি ছোট কুকুর প্রাণ হারিয়েছে।</p> <p>এ ছাড়া স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, ওই কেন্দ্রে প্রায় ৭০ থেকে ৮০টি কুকুর রাখা হয়েছিল, যাদের মধ্যে ডাচসুন্ড ও পুডল জাতের কুকুরও ছিল।</p> <p>আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কেন্দ্রটির মালিক তদন্তকারীদের জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি একটি চুলায় ‘কিছু কাঠ যোগ করেছিলেন’। স্থানীয় সম্প্রচারমাধ্যম হোক্কাইডো কালচারাল ব্রডকাস্টিং এ তথ্য জানিয়েছে।</p>