<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের শ্রীপুর পৌর শহরে বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ পাঁচজনকে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার দুপুরে শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি এলাকার এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমান গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, হতাহতরা কারখানার কেউ নন। তাঁরা কারখানার ভেতর রঙের কাজ করছিলেন। কারখানার সব শ্রমিক অক্ষত রয়েছেন বলে দাবি করেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে কারখানার কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে খোকন (২৩), রাব্বি (২৩), জাকির (৩৪), রনি (২৫) ও লুৎফর রহমান (৩৮) দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুজন দগ্ধ হয়েছেন। বাকি সবাই আহত হয়েছেন। তাঁরা সবাই রঙের কাজ করছিলেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, দুপুর ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনে কেমিক্যালভর্তি ড্রাম বিস্ফোরিত হচ্ছিল। আগুনের মাত্রা বেড়ে গেলে গাজীপুর থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর থেকে দুটি ইউনিট আগুন নেভাতে আসে। সাতটি ইউনিট টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে দুটি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমানের দাবি, নিহত দুজন রংমিস্ত্রি ছিলেন। তিনি দাবি করেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারখানার মোট শ্রমিক ২৫০ জন। দুপুরে খাওয়ার বিরতির সময় শ্রমিকরা বাইরে থাকা অবস্থায় কারখানায় আগুন লাগে। এ কারণে কারখানার সব শ্রমিক অক্ষত আছেন। কারখানার কোনো শ্রমিক নিখোঁজ নন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক আরিফুল ইসলাম জানান, কারখানার ভেতর পাঁচজন রংমিস্ত্রিসহ দৈনিক মজুরিভিত্তিক আরো কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরিত হলে তিন রংমিস্ত্রিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ বাকি দুজনও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরিফুল ইসলাম আরো জানান, তবে নিহতরা রংমিস্ত্রি নাকি দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক; তা কেউ নিশ্চিত করতে পারেননি। আগুনে তাঁদের মুখসহ শরীর ঝলসে যাওয়ায় মরদেহ বিকৃত হয়ে গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগুন নেভানোর পর দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ভেতরে আরো মরদেহ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>