<p>বাংলাদেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। এ সময়ে খুব বেছে বেছে নাটকে কাজ করছেন তিনি। মূলত তার দুসন্তানকে সময় দিয়েই তার দিন পার হয়ে যায়। যে কারণে নাটকে অভিনয়ের জন্য সময় বের করাটাও একটু কঠিন। কিন্তু তার পরও গল্প এবং চরিত্র ভালোলাগলে রিচি সেই নাটকে অভিনয় করেন। তবে আগের মতো আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না অভিনেত্রীকে। সংসারেই ব্যস্ত তিনি। তবে এবার নতুন ব্যস্ততায় যোগ দিতে যাচ্ছেন রিচি। শুরু করতে যাচ্ছেন জীবনের নতুন এক যাত্রা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার কনা-আকাশের কণ্ঠে ‘প্রেমের দোকানদার’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734927550-bb85326966b2d42d4068242c37d225ff.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার কনা-আকাশের কণ্ঠে ‘প্রেমের দোকানদার’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460414" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারীর মৃত্যুর খবরে হেসেছিলেন আল্লু অর্জুন, বলেন ‘সিনেমা এবার হিট’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734863373-5b1dd4a5d44c79f5e57c2f0b1c6b8267.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারীর মৃত্যুর খবরে হেসেছিলেন আল্লু অর্জুন, বলেন ‘সিনেমা এবার হিট’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460136" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি বিউটি সেলুনের যাত্রা শুরু করতে যাচ্ছেন রিচি। মূলত এই বিউটি সেলুনের প্ল্যানটা তার নিজের। বেশ কিছুদিন ধরেই এর সব ধরনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন রিচি সোলায়মান। আগামীকাল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’র যাত্রা শুরু হবে। </p> <p>বিষয়টি নিশ্চিত করে রিচি সোলায়মান বলেন, ‘আমরা উত্তরায় যারা বসবাস করি দেখা যায় যে, একটু বেটার সার্ভিসের জন্য গুলশান, বনানী যাই; কিন্তু মাঝে মাঝে এমনও মনে হয় যে, সবদিক দিয়ে বেস্ট এমন একটি বিউটি সেলুন যদি উত্তরায় থাকত, তাহলে অনেক ভালো হতো। এমন ভাবনা থেকেই আসলে একটা সময় আমি নিজেই উদ্যোগী হয়ে উঠি যে দেখি আমি কিছু করতে পারি কি না। সিনথিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলে চূড়ান্ত হলো সবকিছু। একজন নারীর রূপচর্চাবিষয়ক যত ধরনের সার্ভিস প্রয়োজন হয়, তার সবকিছু থাকবে আমাদের এই ইটারনাল বিউটি লাউঞ্জে। বলা যেতে পারে একজন নারীর নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে শতভাগ সার্ভিস নিয়ে পাশে থাকবে ইটারনাল বিউটি লাউঞ্জ। আশা করছি আমরা আমাদের সার্ভিস দিয়ে শুধু উত্তরাকেন্দ্রিক কাস্টমারই যে পাব এমনটি নয়, আশপাশের আরও অনেক স্থান থেকেও কাস্টমার পাব। আমার বিশ্বাস, আমাদের বিউটি লাউঞ্জে এলে, এর সার্ভিস পেলে কাস্টমার ভীষণ সন্তুষ্ট থাকবেন।’</p> <p>রিচিকে সামনে দেখা যাবে ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকে। এতে রিচির সঙ্গে অভিনয় করবেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকের নাম এখনো ঠিক হয়নি। শিগগির এর শুটিং শুরু হবে বলেও জানান এই অভিনেত্রী।</p>