ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার পেলেন ৯ নারী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার পেলেন ৯ নারী
ছবি : কালের কণ্ঠ

‘স্বামী মারা যাওয়ার পরে দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটে। ছোট একটি ছেলে রোজগার করে কোনোরকমে সংসার চালায়। তাই ঈদে নতুন কাপড়চোপড় কেনা হয় না। কেউ সহযোগিতা দিলেই ভাগ্যে জোটে নতুন কাপড়চোপড়।

আমি এ বছর এই ছেলেদের কাছ থেকে নতুন শাড়ি পেলাম। তাই ঈদে নতুন শাড়ি পরব বলে ভালো লাগছে। যারা শাড়ি আমাকে দিল তাদের জন্য অনেক দোয়া করব।’ এভাবেই বিধবা চামেলী খাতুন তার মনের কথাগুলো ব্যক্ত করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যদের কাছে।
 

নতুন কাপড় পেয়ে বৃদ্ধ জামেনা খাতুন বলেন, ‘বয়সের ভারে স্বামী আর কাজ করতে পারেন না। একমাত্র ছেলে তার নিজের সংসার চালাতেই হিমশিম খায়। আমি মানুষের বাড়িতে কাজ করে সামান্য আয় দিয়ে সংসার চালাই। তাই নতুন কাপড়চোপড় আমাদের জন্য ভাগ্যের ব্যাপার।

তবে এই ছেলেরা এ বছর নতুন শাড়ি দিয়েছে। অনেক খুশি লাগছে। ঈদে নতুন শাড়ি পরব। এই ছেলেরা এর আগেও আমাদের নানা কিছু দিয়ে সাহায্য করেছে। দোয়া করি এই ছেলেদের জন্য এবং যারা আমাদের এগুলো দেন তাদের জন্য।

সম্প্রতি চামেলি এবং জামেনাসহ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের আরো সাতজন দুস্থ নারীকে ঈদের উপহার শাড়ি বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে এসব শাড়ি বিতরণ করা হয়। এ সময় বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক শাকিব খান, দপ্তর সম্পাদক রাকিব আহমেদ ও সহসভাপতি আব্দুল মালেক মধুসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক শাকিব খান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সদস্যরা প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে প্রকৃত দুস্থ মানুষকে সহযোগিতা করেন। এ ক্ষেত্রেও প্রকৃত দুস্থ ৯ জন নারীকে সহযোগিতা করা হয়েছে। মানুষ ও সমাজের কল্যাণে বসুন্ধরা শুভসংঘের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত রাখব ইনশাআল্লাহ।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদে দিনাজপুরে খাদ্যসামগ্রী নিয়ে অসহায়-ছিন্নমূল মানুষদের পাশে বসুন্ধরা শুভসংঘ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
ঈদে দিনাজপুরে খাদ্যসামগ্রী নিয়ে অসহায়-ছিন্নমূল মানুষদের পাশে বসুন্ধরা শুভসংঘ
ছবি: কালের কণ্ঠ

ঈদের দিনে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বসুন্ধরা শুভসংঘ বন্ধুদের নিজ খরচে অসহায় ও ছিন্নমূল মানুষদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে দিনাজপুর সদর উপজেলা শাখার বন্ধুরা।

গতকাল সোমবার (৩১ মার্চ) বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে প্রায় ১০০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. আসতারুল আলম, সহসভাপতি মোমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, কার্যকরী সদস্য শাকিল ইসলাম, জাকারিয়া জীবন, জিম,রাফি ইসলাম প্রমুখ।

মন্তব্য

মিরপুরে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের উদ্যোগে মিষ্টান্ন বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
মিরপুরে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের উদ্যোগে মিষ্টান্ন বিতরণ
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের উদ্যোগে রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশন এই উদ্যোগ গ্রহণ করে। 

আরো পড়ুন
শোলাকিয়া জনসমুদ্র, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া

শোলাকিয়া জনসমুদ্র, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া

 

সকালে ঈদের নামাজের পর থেকেই স্বেচ্ছাসেবকরা ইব্রাহিমপুর এলাকায় সব শ্রেণিপেশার মানুষের মাঝে সেমাই, পায়েশ ও জর্দা বিতরণ করেন। এই আয়োজনকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের খুশি দ্বিগুণ হয়ে ওঠে।

এলাকার এক বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজকের ঈদ সত্যিই মিষ্টিময়!’

আয়োজকরা জানান, আমাদের ছোট এই প্রয়াস যদি কারো মুখে হাসি ফোটায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

মন্তব্য

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনে নতুন পথের দিশা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনে নতুন পথের দিশা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দেওয়া সেলাই মেশিন এক নারীর নতুন পথের দিশা হয়েছে। রবিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তাকে এই সেলাই মেশিন ও ঈদ উপহার দেওয়া হয়। 

এ সময় ঈদুল ফিতর উপলক্ষে ১০ জন দরিদ্রের মাঝে শাড়ি বিতরণ করা হয়। এই সেলাই মেশিন পেয়ে কর্তৃপক্ষের জন্য দোয়া করেন তারা।

ব্যবসায়ী ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিপাত মো. ইশতিয়াক ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমীন শাহীন, সাধারন সম্পাদক মো. মফিজুর রহমান লিমন, ইসলামপুর টাইটেল মাদরাসার অধ্যক্ষ মুফতি সাঈদ আল মামুন, সাংবাদিল আ ফ ম কাউছার এমরান, ইব্রাহিম খান সাদাত, মোজাম্মেল হোসেন, আজিজুর রহমান পায়েল, মো. শাহাদাৎ হোসেন, শুভসংঘের সদস্য শাহাদাৎ হোসেন, চয়ন বিশ্বাস প্রমুখ। 

কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর পরিকল্পনায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শুভসংঘের সাধারণ সম্পাদক হেদায়েতিল আজিজ মুন্না।

মন্তব্য

কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
শেয়ার
কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

মৌলভীবাজারের কুলাউড়ায় সুবিধাবঞ্চিত ২৫ শিশুর মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার (৩০ মার্চ) বিকেলে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে এ কাপড় বিতরণ করা হয়।

এ সময় কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও শুভসংঘের সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মছব্বির আলী বক্তব্য দেন।

মছব্বির আলী বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও উচ্ছ্বাস সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিয়ে পাশে থাকার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এভাবেই ভালো কাজের মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিতে পারি। যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শুভসংঘের প্রতিটি ভালো কাজে আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কুলাউড়া উপজেলা জিসাসের সভাপতি আলী হাসান সোহেল, উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি রফিকুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শেখ বদরুল হোসেন রানা, রিয়াদ মাহমুদ, সাংবাদিক ইব্রাহিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ