বয়স তো আর কম হলো না রোহিত শর্মার। ৩৭ বছর বয়সেও অবশ্য খেলে যাচ্ছেন তিনি। তবে খেললেও পারফরম্যান্সে পড়েছে ভাটা। যার কারণে ভারতীয় অধিনায়ককে শুনতে হচ্ছে সমালোচনা।
রোহিতের সময় ফুরিয়ে আসছে বলে দুই দিন আগে অভিমত দেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের সাবেক ব্যাটারের থেকে যেন আরো এক ধাপ এগিয়ে মাইকেল ভন। আইপিএলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে গিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, নামটা রোহিত বলেই মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন।
গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের ৮ উইকেটের জয়ের ম্যাচে ক্রিকবাজের ম্যাচ বিশ্লেষণে এমনটিই জানিয়েছেন ভন।
তিনি বলেছেন, ‘তার পরিসংখ্যানের দিকে তাকান, মনে রাখতে হবে রোহিতকে আমরা ব্যাটার হিসেবে বিচার করছি। সে এখন (মুম্বাই) অধিনায়ক নয়। তাই মনে করি গড়পড়তা নম্বর দিয়ে দলে জায়গা ধরে রাখা সম্ভব নয়। যদি আপনার নাম রোহিত শর্মা না হয়, তাহলে সম্ভবতই এমন নম্বর নিয়ে আপনি জায়গা হারাবেন। রোহিতের মতো ব্যাটারের জন্য নম্বরগুলো ভালো নয়।’
আরো পড়ুন
বাবরের ঈদের পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষ
এবারের আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মোটে ২১ রান করেছেন রোহিত। তার ইনিংসগুলো হচ্ছে-১৩, ৮ ও ০। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও খুব একটা ভালো ছন্দে ছিলেন না এই ওপেনার। ৫ ইনিংসে করেছিলেন ১৮০ রান।
তবে দল চ্যাম্পিয়ন হওয়ায় সমালোচনা থেকে বেঁচে গেছেন ভারতীয় অধিনায়ক।
তাই এবারের আইপিএলে যদি মুম্বাইয়ের হয়ে অধিনায়কত্ব করতেন রোহিত তখন ব্যাপারটা অন্য ভাবে দেখা হতো বলে মনে করেন ভন। তিনি বলেছেন, ‘অধিনায়ক হলে রানটা এত বড় ব্যাপার হতো। কারণ, একজন অধিনায়ক হিসেবে সে নিজের কৌশল-বুদ্ধি কাজে লাগাত, যা জাতীয় দলের এখনো করে সে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অতীতে এমনটা তাকে করতে দেখেছি। কিন্তু এখন যেহেতু সে ব্যাটার, তাই রান দিয়েই তাকে বিচার করতে হবে। কারণ সে এখন অধিনায়ক নয়। তাকে রান করতে হবে।’