‘কৃষ ৪’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন হৃতিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘কৃষ ৪’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন হৃতিক
সংগৃহীত ছবি

১৯ বছর আগে মুক্তি পাওয়া কৃষ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। ধাপে ধাপে তিন কিস্তি এসেছে এবং সেগুলো দর্শকের মন জয় করে নিয়েছে। এর পর থেকেই তারা অপেক্ষা করছেন ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ এর। এরমধ্যে সিনেমাটি নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছিল।

পরিচালক এবং বাজেট সংক্রান্ত নানা ঝামেলায় সিনেমাটির শুটিং শুরু হতে দেরি হচ্ছিল। 

এবার চমকপ্রদ খবর হলো, ‘কৃষ ৪’ পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজিটির মূল নায়ক হৃতিক রোশন। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেতা। এমনটা নিশ্চিত করেছেন তার বাবা ও নির্মাতা রাকেশ রোশন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাকেশ রোশন লিখেন, ‘ডুগু ২৫ বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, এবং আজ আবার ২৫ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি ‘কৃষ ৪’-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদসহ এই নতুন অবতারে তোমাদের সকলের সাফল্য কামনা করছি!’

Krrish 4 officially announced with Hrithik Roshan making directorial debut;  Rakesh Roshan, Aditya Chopra to co-produce | Bollywood - Hindustan Times

সম্প্রতি এক পোর্টালে কথোপকথনে এই প্রবীণ পরিচালক বলেন, ‘আমি আমার ছেলে হৃতিক রোশনের হাতে ‘কৃষ ৪’-এর পরিচালক হওয়ার দায়িত্ব অর্পণ করছি, যিনি এই ফ্র্যাঞ্চাইজিটি শুরু হওয়ার পর থেকে আমার সাথে বেঁচে আছেন, শ্বাস নিয়েছেন এবং স্বপ্ন দেখেছেন। পরবর্তী দশকগুলিতে দর্শকদের সাথে কৃষের যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হৃতিকের একটি স্পষ্ট এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি রয়েছে।’

হৃতিকের কৃতিত্বের জন্য তিনি গর্বিত উল্লেখ করে তিনি আরো বলেন, কৃষ বিশ্বজুড়ে দর্শকদের বিনোদন দিয়েছেন এবং হৃতিক এখন এই সুপারহিরো গল্পের পরবর্তী অধ্যায়গুলি প্রকাশ করবেন এবং বহু বছর আগে আমার তৈরি দৃষ্টিভঙ্গিকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।

জানা গেছে, ‘কৃষ ৪’ বর্তমানে প্রাক-প্রযোজনা পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। হৃতিক রোশন বা রাকেশ রোশন কেউই এখনো অন্য কোনো প্রজেক্ট নিশ্চিত করেননি।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদ সিনেমা

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?
‘বরবাদ’ দেখতে দর্শকদের ভিড়

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ।

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো।

সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি। 

প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের (২৮ লাখ) ওয়ার্ড অফ মাউথ পজেটিভ হলেও দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে।

‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

কেমন কাটল বলিউডের ঈদ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কেমন কাটল বলিউডের ঈদ
বাঁ থেকে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, দুই ছেলের সঙ্গে আমির খান ও সালমান খান

ঈদ এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো—সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ।

বলিউড তারকাদের এবারের ঈদ কেটেছে পরিবারের সঙ্গেই। পাশাপাশি ভক্তদেরও শুভেচ্ছা জানিয়েছেন তারা।

আরো পড়ুন
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

 

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ঈদ মোবারক লিখে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। প্রিয়াঙ্কার পাশাপাশি জুনিয়র এনটিআর ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ঈদ মোবারক।

একদিকে বরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লেখেন, ‘ঈদ মোবারক’, অন্যদিকে সানি দেওল ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইদ মোবারক। এই দিনটি ভালোবাসা, আনন্দ এবং ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক। আপনাদের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘ঈদ মোবারক। আশা করি আপনাদের দিনটি হাসিখুশিতে ভরে উঠবে। সব সময় আনন্দে থাকুন। ’

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

গহওর খানকে স্বামী-সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক! আল্লাহ সবার মঙ্গল করুন।

আমাদের ওপর তাঁর রহমত বজায় থাকুক, আমিন।'

বান্দ্রার বাসভবনে জুনায়েদ, কিরণ এবং আজাদকে নিয়ে ঈদ পালন করতে দেখা যায় আমির খানকে। তবে এই বিশেষ দিনে এখনো নজরে পড়েনি গৌরীর উপস্থিতি। আমিরের পাশাপাশি সাইফকে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরে সেটে প্রবেশ করতে। কাজের ফাঁকেই সবাইকে সালাম জানিয়ে তিনি ইদের শুভেচ্ছা জানিয়েছেন।

সাইফ কাজে ব্যস্ত থাকলেও বোন সোহা এই দিনটি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরে মেয়ের সঙ্গে ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক
সালমান খান

দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এলেন বলিউড মেগাস্টার সালমান খান। তার সিকান্দার ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমানভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি সিকান্দার।

ঈদের হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি।

৩০ মার্চ মুক্তি পেয়েছে সিকান্দার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে।  সিকান্দার ভাঙতে পারল না কোনো রেকর্ড।

এমনকি ভিকি কৌশলের ছাবার প্রথম দিনের আয়ের থেকেও বেশ পিছিয়ে রয়েছে এটি। ‘ছাভা’ প্রথম দিন বক্স অফিসে ৩১ কোটি টাকা আয় করেছিল। সেখানে সিকান্দার মাত্র ২৬ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে এদিন।

আরো পড়ুন
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

 

বক্স অফিসের রেকর্ডের কথা বলতে গেলে, সালমান খান নিজেই নিজের সিনেমার রেকর্ডের ধারেকাছেও যেতে পারলেন না।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বক্স অফিসে প্রথম দিন ৫৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছিল। অন্যদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’-এর প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি ৫৪ লাখ টাকা।

তবে ঈদের ছুটিতে সিকান্দারের আয় আরো বাড়তে পারে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। দ্বিতীয় দিনের রিপোর্ট অনুসারে, এখন পর্যন্ত ২৯ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। যার ফলে দুই দিনে ৫৫ কোটি টাকা আয় করেছে সিকান্দার।

এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে।

মন্তব্য

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম
জোভান ও তটিনী

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন রয়েছে বেশ কিছু নাটক-টেলিফিল্ম। চলুন দেখে নেওয়া যাক কোন চ্যানেলে কী নাটক ও টেলিফিল্ম দেখতে পারবেন দর্শকরা। 

চ্যানেল আই
► বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম : প্রিয় প্রজাপতি।

পরিচালনা : জাকারিয়া সৌখিন। অভিনয়ে : জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ।
► ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : লাস্ট উইশ : অভিনয়ে : জোভান আহমেদ, আয়েশা খান।
► রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ডাকু।
অভিনয়ে : নিলয় আলমগীর, হিমি, শামীমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার প্রমুখ।

এটিএন বাংলা
► সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ঘরে সংসার বাহিরে প্রেম। পরিচালনা : আদিবাসী মিজান। অভিনয়ে : নিলয়, হিমি।
► রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : প্রিয় প্রিয়সীনি।

পরিচালনা : মাহমুদ মাহিন। অভিনয়ে : জোভান, তটিনী।
► রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : মন দিতে চাই। পরিচালনা : মোহাম্মদ মিফতা আনন। অভিনয়ে : তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।

এনটিভি
► সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : রূপবানের প্রেম। গল্প : কাব্য হাসান। চিত্রনাট্য : তানিন রহমান। পরিচালনা : হাসান রেজাউল। অভিনয়ে : তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ।
► রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক : থাপ্পড়বাজ। রচনা ও পরিচালনা : হারুন রুশো। অভিনয়ে : মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ।
► ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক : নজর। রচনা : আকাইদ রনি। পরিচালনা : রুবেল আনুশ। অভিনয়ে : মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ।
► রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক : তবুও পাশাপাশি। রচনা : রিফাত আদনান পাপন। পরিচালনা : সাইফুল হাফিজ খান। অভিনয়ে : ইয়াশ রোহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমুখ।

আরটিভি
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : মিস্টার অভাগা। রচনা : জুয়েল এলিন। পরিচালনা : রাকেশ বসু। অভিনয়ে : মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ।
► রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক : ও পাষাণী। পরিচালনা : সেলিম রেজা। অভিনয়ে : খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।

দীপ্ত টিভি
► সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক : এক ধ্রুবতারা। পরিচালনা : সৈয়দ শাকিল। অভিনয়ে : জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ।
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : ইমার্জেন্সি। পরিচালনা : মিশুক মিঠু। অভিনয়ে : খায়রুল বাসার, কেয়া পায়েল।
► রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক : গুড ডক্টর।
► রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : কথা হবে হিসাব করে।
► রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক : সাফিয়া। পরিচালনা : জামাল মল্লিক। অভিনয়ে : সাফা কবির, সোহেল মণ্ডল প্রমুখ।

বৈশাখী টিভি
► বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ব্ল্যাক মানি। পরিচালনা : হাসান জাহাঙ্গীর। অভিনয়ে : ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
► বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : মানি লোকের মান। পরিচালনা : ফরিদুল হাসান। অভিনয়ে : জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
► সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : শাশুড়ির বিয়ে। পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে : মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
► রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : লন্ডনি জামাই। পরিচালনা : আল হাজেন। অভিনয়ে : রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ট্রাক ড্রাইভার। পরিচালনা : রুহুল আমিন শিশির। অভিনয়ে : শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

নাগরিক টিভি
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : শেষের বিন্দু। পরিচালনা : সেলিম রেজা। অভিনয়ে : ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ।

বাংলাভিশন
► রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক : জামাই বউ চোর। রচনা ও পরিচালনা : তাইফুর জাহান আশিক। অভিনয়ে : মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।
► রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : ঝুমকা। পরিচালনা : শহীদ-উন-নবী। অভিনয়ে : নিলয় আলমগীর, হিমি প্রমুখ।

মাছরাঙা টিভি
► বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : কিসমত। রচনা ও পরিচালনা : মিফতাহ আনান। অভিনয়ে : ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ।
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : বজরা। রচনা ও পরিচালনা : সুমন ধর। অভিনয়ে : তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ।
► রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক : হাউকাউ। পরিচালনা : এ কে পরাগ। অভিনয়ে : মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ