ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

চুরি হচ্ছে রেললাইনের হ্যান্ডেল ক্লিপ, দুর্ঘটনার শঙ্কা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
শেয়ার
চুরি হচ্ছে রেললাইনের হ্যান্ডেল ক্লিপ, দুর্ঘটনার শঙ্কা
যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন গুয়াখোলা গ্রামে মসজিদে আরাফাতের সামনে রেললাইনের স্লিপারের সঙ্গে যুক্ত থাকা হ্যান্ডেল ক্লিপ চুরি করে নিয়ে গেছে চোরচক্র। ছবি : কালের কণ্ঠ

খুলনার সঙ্গে দেশের বিভিন্ন জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম রেলওয়ে। আর এই খুলনা থেকে যশোরের মাঝামাঝি স্থানে রয়েছে অভয়নগর উপজেলা। সেই উপজেলায় নওয়াপাড়া রেল স্টশন নামে প্রাচীন একটি রেলওয়ে স্টেশন রয়েছে।

সম্প্রতি নওয়াপাড়া রেল স্টেশনের আওতাধীন এলাকায় রেললাইনের স্লিপারের হ্যান্ডেল ক্লিপ চুরির ঘটনা ঘটছে।

সংঘবদ্ধ চোরচক্র রাতের আধারে শতাধিক স্থান থেকে প্রায় এক হাজার ক্লিপ চুরি করেছে। চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে আন্তঃনগর, মালবাহীসহ বিভিন্ন ট্রেন। দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন রেললাইন সংলগ্ন এলাকাবাসী। কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

চুরি হওয়া হ্যান্ডেল ক্লিপের স্থানে নতুন ক্লিপ লাগানোসহ চোরচক্র ধরতে সবার সহযোগিতা চেয়েছেন যশোর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুমন ঘোষ।

আরো পড়ুন
মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু

মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু

 

গতকাল রবিবার (২২ ডিসেম্বর) সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার রাজঘাট থেকে প্রেমবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের প্রায় ১০ কিলোমিটারের শতাধিক স্থানে হ্যান্ডেল ক্লিপ নেই। এলাকা ভেদে একই স্থানের ৮/১০টি স্লিপারের উভয়পাশের হ্যান্ডেল ক্লিপ কৌশলে ভেঙে বা খুলে ফেলা হয়েছে। সব মিলিয়ে না থাকা হ্যান্ডেল ক্লিপের সংখ্যা প্রায় এক হাজার।

এ সময় উপজেলার গুয়াখোলা গ্রামে রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, ‘আমার বাড়ি থেকে রেললাইনের দূরত্ব প্রায় এক শ গজ। ট্রেন চলাচল করলে ভূমিকম্পের মতো বাড়ি কাপতে থাকে। সম্প্রতি বাড়ির পেছনে রেললাইনে গিয়ে দেখি, বেশ কিছু স্লিপারের দুই পাশের হ্যান্ডেল ক্লিপ নেই। দেখে মনে হয়েছে লোহার ক্লিপগুলো চুরির উদ্দেশে কৌশলে খোলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শত শত হ্যান্ডেল ক্লিপ এক দিনে চুরি হয়নি, নিশ্চয় দীর্ঘদিন ধরে রাতের আধারে এ কাজ করছে চোরচক্র।

অথচ রেলওয়ে কর্তৃপক্ষ কিছুই জানে না। বিষয়টি দুঃখজনক। এলাকাবাসীর নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে দ্রুত সময়ের মধ্যে হ্যান্ডেল ক্লিপ লাগানো হলে ঝুঁকিমুক্তভাবে চলাচল করতে পারবে সব ধরনের ট্রেন।’

এলাকাবাসীর দাবি, স্লিপারের হ্যান্ডেল ক্লিপ চুরি বন্ধে রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে চুরি হওয়া হ্যান্ডেল ক্লিপের স্থানে দ্রুত নতুন ক্লিপ লাগাতে হবে। অন্যথায় দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির দায় এড়াতে পারবে না রেলওয়ে কর্তৃপক্ষ।

হ্যান্ডেল ক্লিপ চুরির বিষয়ে নওয়াপাড়া রেল স্টেশন মাস্টার মো. ইয়াসির আরাফাত বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পরলাম। এখনই যশোর রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তাকে জানানো হবে। তবে স্লিপারের হ্যান্ডেল ক্লিপ চুরি বা ভেঙে ফেলার কারণে রেল দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।’

যশোর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুমন ঘোষ কালের কণ্ঠকে বলেন, ‘যশোর-খুলনা রেললাইনে হ্যান্ডেল ক্লিপ চুরির সঙ্গে জড়িতদের শনাক্তকরণের কাজ চলছে। রেললাইন সংলগ্ন এলাকাবাসী সহযোগিতা করলে চোরচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে নতুন হ্যান্ডেল ক্লিপ লাগানোর কাজ শুরু করা হবে। রেলওয়ের সম্পদ জনগণের সম্পদ, রক্ষার দায়িত্ব সবার।’

মন্তব্য

সম্পর্কিত খবর

জুলাই আন্দোলন

পুলিশের গুলিতেই পুলিশ হওয়ার স্বপ্ন ভঙ্গ নবাবের

ফয়েজ আহম্মদ হৃদয়, নেত্রকোনা
ফয়েজ আহম্মদ হৃদয়, নেত্রকোনা
শেয়ার
পুলিশের গুলিতেই পুলিশ হওয়ার স্বপ্ন ভঙ্গ নবাবের
সংগৃহীত ছবি

টগবগে যুবক মেহেদী হাসান নবাব। নেত্রকোনার জেলা শহরের একটি কলেজে অনার্সে অধ্যয়নরত। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে পুলিশে চাকরি করবেন। কিন্তু পুলিশের বুলেটেই সেই স্বপ্ন ভেঙে গেল নবাবের।

২৪-এর জুলাই আন্দোলনে পুলিশের বুলেট কেড়ে নিয়েছে তার এক চোখের দৃষ্টি। টাকার অভাবে চিকিৎসা না হওয়ায় আরেক চোখের দৃষ্টিও নিভে যাওয়ার পথে।

নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান নবাব। ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি।

ছোট কাল থেকেই নবাব রাজনীতিতে সক্রিয় ছিলেন। মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি। ২৪-এর জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল খুবই সক্রিয়। আন্দোলনে তিনি একটি চোখের দৃষ্টি হারিয়েছেন।
এর সঙ্গে চিকিৎসায় ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা। এ নিয়ে নিজেকে এখন পরিবারের বোঝা মনে করছেন তিনি।

মেহেদী হাসান নবাব বলেন, ‘স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে পুলিশের চাকরি নিব। কিন্তু পুলিশের বুলেটে আমার সব স্বপ্ন ভেঙে গেছে। আমার একটি চোখ নষ্ট হয়ে গেছে।

চিকিৎসার অভাবে আরেকটি চোখ নষ্টের পথে। জীবন বাজি রেখে আন্দোলন করেছি। কিন্তু নিজের চিকিৎসার জন্য এখন পর্যন্ত তেমন সহযোগিতা পাইনি। জুলাই ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকা অনুদান পেয়েছিলাম। এগুলো শুধু গাড়ি ভাড়ায় খরচ হয়ে গেছে। এখন পর্যন্ত পরিবার ৬ লাখ টাকার বেশি খরচ করেছে। কিন্তু আর সম্ভব হচ্ছে না। টাকার অভাবে উন্নত চিকিৎসা নেওয়াও সম্ভব হচ্ছে না।’

মেহেদী হাসান নবাবের বাবা খোকন মিয়া বলেন, ‘আমার ছেলে আন্দোলনে গিয়ে একটি চোখ হারিয়েছে। আরেকটি চোখ নষ্ট হচ্ছে। টাকার জন্য ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। দলীয় ভাবেও কোনো সহযোগিতা মিলছে না। সরকার যেন আমার ছেলের সুচিকিৎসার ব্যবস্থা করে দেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহব্বায়ক সাঈদ বিন ফজল জানান, ‘জুলাইয়ের আন্দোলনে মদন উপজেলার প্রায় ৮০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জনের নাম সরকারি তালিকায় এসেছে এবং ২৩ জনের গ্যাজেট প্রকাশ হয়েছে। আহত মেহেদী হাসান নবাবের একটি চোখ নষ্ট হয়ে গেছে। আরেকটি চোখ নষ্ট হওয়ার পথে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে হবে। এর জন্য আমরা সব জায়গায় যোগাযোগ করছি।’

গত ১৮ জুলাই কোটা সংস্কারের আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। সেই কর্মসূচিতে সমর্থন জানিয়ে মদন উপজেলার সাধারণ শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে মদন সরকারি কলেজ মোড়ে জড়ো হতে থাকে। একই সঙ্গে পুলিশও সেই স্থানে অবস্থান নেয়। সকাল ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে আসতে থাকে। পরে পুলিশ ডাক বাংলো মোড়ে ব্যারিকেড দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পাবলিক হলের দিকে রওনা হয়।

একই সময় আন্দোলনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন। দুটি মিছিল উপজেলা খাদ্য গুদামের সামনে মুখোমুখি হলে প্রশাসন মিছিল দুটিকে ছত্রভঙ্গ করে আলাদা করে দেয়। পরে শিক্ষার্থীরা শহীদ আব্দুল কদ্দুছ মগড়া সেতুর পূর্ব পাড়ে অবস্থান নেয়। 

এরপর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী দলের নেতাকর্মীরা সংঘর্ষে যোগ দেয়। এ সময় পুলিশের গুলিতে আহত হন মেহেদী হাসান নবাব। এ ছাড়াও সেই সময় আরো ১২/১৩ জন গুলিবিদ্ধসহ অর্ধশত মানুষ আহত হয়।’

মন্তব্য

চরভদ্রাসনে ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
চরভদ্রাসনে ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর চরভদ্রাসনের পদ্মা নদীতে অভিযানে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। অভিযানে জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

 

আরো পড়ুন
পকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

পকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

 

জানা যায়, ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. এর কম ইলিশ আহরণ, পরিবহন, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। জাটকা ধরা ঠেকাতে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস। এ সময় প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, ‘জাটকা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে।

এ উপলক্ষে পদ্মানদীতে অভিযান চালানো হয়েছে।’

মন্তব্য

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১, আটক ৩

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১, আটক ৩

নরসিংদীর শিবপুরে চতুর্থ শ্রেণির মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে নারায়ণ চন্দ্র পাল (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে তার মেয়ের শ্বশুরবাড়ি কুমিল্লার বুড়িচং থানার কংশনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার টান কোন্দারপাড়া এলাকায় আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই মাদরাসাছাত্রী।

ঘটনার পরদিন বুধবার (৯ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে এ বিষয়ে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

আরো পড়ুন
নামাজরত নারীর গলায় ছুরি ধরে ডাকাতির অভিযোগ

নামাজরত নারীর গলায় ছুরি ধরে ডাকাতির অভিযোগ

 

জানা যায়, ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে অভিযুক্ত নারায়ণের বাড়ি ভাঙচুর ও পরবর্তীতে বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত নারায়ণ পালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, ঘটনার পর থেকে কুমিল্লায় আত্মগোপনে ছিলেন নারায়ণ।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর পরিবার ও পুলিশ জানায়, ধর্ষণের শিকার ছাত্রী নিজ এলাকায় একটি মহিলা মাদরাসায় আবাসিক হোস্টেলে থেকে পড়াশুনা করত। ঈদের ছুটিতে নিজবাড়িতে অবস্থান করছিল সে। অভিযুক্ত নারায়ণ চন্দ্র পাল ওই শিক্ষার্থীর বাবার সমবয়সী ও প্রতিবেশী।

আরো পড়ুন
ভ্রূণ প্রতিস্থাপনে ভুল, অস্ট্রেলিয়ায় এক নারীর গর্ভে জন্ম নিল অন্যের সন্তান

ভ্রূণ প্রতিস্থাপনে ভুল, অস্ট্রেলিয়ায় এক নারীর গর্ভে জন্ম নিল অন্যের সন্তান

 

গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে জনৈক লিপু মিয়ার আম গাছ তলায় আম কুড়াতে যায় ওই ছাত্রী। ওই সময় নারায়ণ ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তিনি ওই ছাত্রীকে ডেকে নিজের কাছে নিয়ে আসেন। পরে জোরপূর্বক ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার দুই চাচি এগিয়ে গেলে নারায়ণ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ও পরবর্তীতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় গত মঙ্গলবার রাতেই ওই শিক্ষার্থীটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন বিকেলেই ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নারায়ণ চন্দ্র পালের মেয়ের শ্বশুরবাড়ি কুমিল্লার বুড়িচং থানার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের সদস্যরা।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন বলেন, ‘অভিযুক্ত নারায়ণ চন্দ্র পাল পেশায় মাটির তৈজসপত্র তৈরি করে বিক্রি ও কৃষি কাজ করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন নারায়ণ। এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেন স্থানীয়রা। এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য
পীরগঞ্জ

পকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
পকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

রংপুরের পীরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুরের (দক্ষিনপাড়া) জনৈক মিজানুর রহমানের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ওই অজ্ঞাত ব্যাক্তিকে মজিবর রহমানের ছেলে পুকুরে নামতে দেখেন।

পুকুর দেখা শোনার দায়িত্বে নিয়োজিত আবুল হোসেন (৭০) নিষেধ করলেও তিনি ওই পুকুরে নেমে পড়েন। এক পর্যায়ে পানির নিচে তলিয়ে যান। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা পুকুরে নেমে প্রায় ঘণ্টা খানিক পর লাশের সন্ধান পান। পরে থানায় জানালে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

আরো পড়ুন
পুলিশের লোগো থেকে বাদ ‘নৌকা’, আরো যেসব পরিবর্তন

পুলিশের লোগো থেকে বাদ ‘নৌকা’, আরো যেসব পরিবর্তন

 

প্রত্যক্ষদর্শী লাবলু মিয়া জানান, 'আবুল হোসেন আমাদের জানালে আমরা পুকুরে নেমে অনেক খোঁজার পর পুকুরের মাঝখানে লাশটি পাই।'

পুকুরের তত্ত্বাধায়ক আবুল হোসেন বলেন, 'ভোরে ওই ব্যাক্তিকে পুকুরে নামতে দেখে আমি বারবার মানা করি, তবুও তিনি আমার কথা শোনে নাই। এক পর্যায়ে পানিতে তলিয়ে যেতে দেখে আমি পাড়ার লোকজনকে জানাই।'

পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, 'সকালে ফোনে জনাতে পেরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে সিআইডির সহায়তা নেওয়া হচ্ছে। পরে পরিচয় নিশ্চিত করা হবে।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ