<p>রাউজানে শীতে তাপ পোহাতে গিয়ে শাড়িতে আগুন লেগে নুর আয়েশা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) রাতে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার হলদিয়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াইজ উদ্দিনের বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ের জননী।</p> <p>নিহতের দেবর মো. মুছা আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে তাপ নিচ্ছিলেন নুর আয়েশা। এ সময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন ধরে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার রাতে তার মৃত্যু হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734928103-054bdf5fdba805be1b2176f7aeca7147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460416" target="_blank"> </a></div> </div> <p>রাউজান থানার ওসি একেএম সফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরবর্তীতে যেকোনো ঝামেলা এড়াতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।’</p>