গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটের তকমা পেয়েছে। এ ছবির গানগুলোর মধ্যে সবচেয়ে শ্রোতাপ্রিয় ‘দুষ্টু কোকিল’। এরইমধ্যে দুই শতাধিক মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছেন গানটি। এটি গেয়েছেন দিলশাদ নাহার কণা ও আকাশ সেন।
এবার কনা-আকাশের কণ্ঠে ‘প্রেমের দোকানদার’
বিনোদন প্রতিবেদক

এবার ফের একবার রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’র গানে পাওয়া গেল দিলশাদ নাহার কণা ও আকাশ সেনের কণ্ঠ। ‘প্রেমের দোকানদার’ গানটির সুরও করেছেন আকাশ। কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।
শনিবার প্রকাশের পর থেকে অন্তর্জালে বেশ সাড়া ফেলেছে এটি।
রায়হান রাফি পরিচালিত এ সিরিজটি ২ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে। এতে চিত্রনায়ক রুবেলের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা। প্রকাশিত টিজারে দেখা গেছে, হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে শুরু হয় গোলমাল। এ টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কয়েকটি পক্ষ। খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী থেকে আরও অনেকে।
সম্পর্কিত খবর

কেমন কাটল বলিউডের ঈদ
বিনোদন ডেস্ক

ঈদ এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো—সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ঈদ মোবারক লিখে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। প্রিয়াঙ্কার পাশাপাশি জুনিয়র এনটিআর ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ঈদ মোবারক।
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা।
গহওর খানকে স্বামী-সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক! আল্লাহ সবার মঙ্গল করুন।
বান্দ্রার বাসভবনে জুনায়েদ, কিরণ এবং আজাদকে নিয়ে ঈদ পালন করতে দেখা যায় আমির খানকে। তবে এই বিশেষ দিনে এখনো নজরে পড়েনি গৌরীর উপস্থিতি। আমিরের পাশাপাশি সাইফকে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরে সেটে প্রবেশ করতে। কাজের ফাঁকেই সবাইকে সালাম জানিয়ে তিনি ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
সাইফ কাজে ব্যস্ত থাকলেও বোন সোহা এই দিনটি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরে মেয়ের সঙ্গে ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে।

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক
বিনোদন প্রতিবেদক

দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এলেন বলিউড মেগাস্টার সালমান খান। তার সিকান্দার ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমানভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি সিকান্দার।
৩০ মার্চ মুক্তি পেয়েছে সিকান্দার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। সিকান্দার ভাঙতে পারল না কোনো রেকর্ড।
বক্স অফিসের রেকর্ডের কথা বলতে গেলে, সালমান খান নিজেই নিজের সিনেমার রেকর্ডের ধারেকাছেও যেতে পারলেন না।
তবে ঈদের ছুটিতে সিকান্দারের আয় আরো বাড়তে পারে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। দ্বিতীয় দিনের রিপোর্ট অনুসারে, এখন পর্যন্ত ২৯ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। যার ফলে দুই দিনে ৫৫ কোটি টাকা আয় করেছে সিকান্দার।
এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে।

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম
বিনোদন প্রতিবেদক

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।
ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন রয়েছে বেশ কিছু নাটক-টেলিফিল্ম। চলুন দেখে নেওয়া যাক কোন চ্যানেলে কী নাটক ও টেলিফিল্ম দেখতে পারবেন দর্শকরা।
চ্যানেল আই
► বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম : প্রিয় প্রজাপতি।
► ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : লাস্ট উইশ : অভিনয়ে : জোভান আহমেদ, আয়েশা খান।
► রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ডাকু।
এটিএন বাংলা
► সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ঘরে সংসার বাহিরে প্রেম। পরিচালনা : আদিবাসী মিজান। অভিনয়ে : নিলয়, হিমি।
► রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : প্রিয় প্রিয়সীনি।
► রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : মন দিতে চাই। পরিচালনা : মোহাম্মদ মিফতা আনন। অভিনয়ে : তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।
এনটিভি
► সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : রূপবানের প্রেম। গল্প : কাব্য হাসান। চিত্রনাট্য : তানিন রহমান। পরিচালনা : হাসান রেজাউল। অভিনয়ে : তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ।
► রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক : থাপ্পড়বাজ। রচনা ও পরিচালনা : হারুন রুশো। অভিনয়ে : মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ।
► ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক : নজর। রচনা : আকাইদ রনি। পরিচালনা : রুবেল আনুশ। অভিনয়ে : মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ।
► রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক : তবুও পাশাপাশি। রচনা : রিফাত আদনান পাপন। পরিচালনা : সাইফুল হাফিজ খান। অভিনয়ে : ইয়াশ রোহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমুখ।
আরটিভি
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : মিস্টার অভাগা। রচনা : জুয়েল এলিন। পরিচালনা : রাকেশ বসু। অভিনয়ে : মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ।
► রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক : ও পাষাণী। পরিচালনা : সেলিম রেজা। অভিনয়ে : খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।
দীপ্ত টিভি
► সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক : এক ধ্রুবতারা। পরিচালনা : সৈয়দ শাকিল। অভিনয়ে : জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ।
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : ইমার্জেন্সি। পরিচালনা : মিশুক মিঠু। অভিনয়ে : খায়রুল বাসার, কেয়া পায়েল।
► রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক : গুড ডক্টর।
► রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : কথা হবে হিসাব করে।
► রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক : সাফিয়া। পরিচালনা : জামাল মল্লিক। অভিনয়ে : সাফা কবির, সোহেল মণ্ডল প্রমুখ।
বৈশাখী টিভি
► বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ব্ল্যাক মানি। পরিচালনা : হাসান জাহাঙ্গীর। অভিনয়ে : ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
► বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : মানি লোকের মান। পরিচালনা : ফরিদুল হাসান। অভিনয়ে : জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
► সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : শাশুড়ির বিয়ে। পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে : মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
► রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : লন্ডনি জামাই। পরিচালনা : আল হাজেন। অভিনয়ে : রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ট্রাক ড্রাইভার। পরিচালনা : রুহুল আমিন শিশির। অভিনয়ে : শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।
নাগরিক টিভি
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : শেষের বিন্দু। পরিচালনা : সেলিম রেজা। অভিনয়ে : ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ।
বাংলাভিশন
► রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক : জামাই বউ চোর। রচনা ও পরিচালনা : তাইফুর জাহান আশিক। অভিনয়ে : মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।
► রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : ঝুমকা। পরিচালনা : শহীদ-উন-নবী। অভিনয়ে : নিলয় আলমগীর, হিমি প্রমুখ।
মাছরাঙা টিভি
► বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : কিসমত। রচনা ও পরিচালনা : মিফতাহ আনান। অভিনয়ে : ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ।
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : বজরা। রচনা ও পরিচালনা : সুমন ধর। অভিনয়ে : তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ।
► রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক : হাউকাউ। পরিচালনা : এ কে পরাগ। অভিনয়ে : মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

তারকাদের ঈদ
যতক্ষণ টাকা থাকে ততক্ষণই ঈদ সালামি দিই : তমা মির্জা
বিনোদন প্রতিবেদক

‘সুড়ঙ্গ’ মুক্তির দুই বছর পর ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘দাগি’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন তমা মির্জা। যার দরুণ এবারের ঈদ উৎসব তার সিনেমা ঘিরেই কাটবে, এটা বলাই বাহুল্য। ঈদের পরিকল্পনা জানাতে গিয়ে এই চিত্রনায়িকা কালের কণ্ঠকে বলেন, “ঈদের দিন বিকেল পর্যন্ত পরিবারের সঙ্গেই থাকব। তাদের সঙ্গে সময় কাটাব।
ঈদের দিন মায়ের হাতের গরুর মাংস রান্না এবং লাচ্ছি সেমাই খেতে ভীষণ পছন্দ করেন তমা মির্জা। বাসায় সবার জন্য পোলাও রান্না হলেও এদিন শুধু তার জন্য আলাদা করে সাদা ভাত রান্না করতে হয় বলে জানান এ নায়িকা।
ফ্যাশন সচেতনতায়ও অনন্য তমা। আবহাওয়া বুঝে পোশাক নির্ধারণ করেন। ঈদের পোশাক প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘এখন যেহেতু একটু গরম, দিনের বেলা অল্প ডিজাইনের মধ্যে হালকা গড়নের কামিজ পরা হবে। এরপর রাতে যেহেতু ফ্রেন্ডজদের বাসায় যাওয়া হবে তখন আবার একটু অন্য রকম ডিজাইনের কামিজ পরা হবে।’
ঈদ আনন্দে সালামি, প্রসঙ্গ টেনে নায়িকা জানালেন ঈদে এখন সালামি পাওয়ার চেয়ে দেওয়াই হয় বেশি। বললেন, ‘এখন আর সেভাবে সালামি পাই না। শুধু আব্বু-আম্মুর কাছ থেকেই পাই। তবে দেওয়া হয় বেশি, ছোটদের দিই সব সময়ই। যতক্ষণ আমার কাছে টাকা থাকে ততক্ষণই সালামি দিই। আব্বু-আম্মুর কাছ থেকে প্রাপ্ত সালামির চেয়ে আমার জন্য তাদের দোয়াটাই আমার কাছে মূল্যবান।’
ছোট আর বড় বেলায় ঈদের আনন্দটাও অনেকটা বদলে যায়। শৈশবের আনন্দটাই ছিল অন্য রকম। ঈদের আগে লাগেজ গুছিয়ে দাদু বাড়ি চলে যেতেন। সেখান থেকে চাচার বাড়ি, নানার বাড়ি- এভাবেই ঘুরে বেড়িয়ে উদযাপন করা হতো ঈদ। সে সময় পাওয়া ঈদ সালামিগুলো টিফিনের টাকার মতো করে জমিয়ে রাখতেন বলে জানান। এর পর বললেন, ‘ছোটবেলায় ঈদ কাটত দাদু, চাচা-নানি-খালাদের সাথে আর এখন ঈদ কাটে দর্শকের সাথে। যেহেতু এখন ঈদে আমার সিনেমা রিলিজ হয়।’