<p>গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটের তকমা পেয়েছে। এ ছবির গানগুলোর মধ্যে সবচেয়ে শ্রোতাপ্রিয় ‘দুষ্টু কোকিল’। এরইমধ্যে দুই শতাধিক মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছেন গানটি। এটি গেয়েছেন দিলশাদ নাহার কণা ও আকাশ সেন।</p> <p>এবার ফের একবার রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’র গানে পাওয়া গেল দিলশাদ নাহার কণা ও আকাশ সেনের কণ্ঠ। ‘প্রেমের দোকানদার’ গানটির সুরও করেছেন আকাশ। কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।</p> <p>শনিবার প্রকাশের পর থেকে অন্তর্জালে বেশ সাড়া ফেলেছে এটি। কণা বলেন, “আকাশের সঙ্গে আমার বেশির ভাগ গানই শ্রোতাপ্রিয়। ‘ইচ্ছেগুলো’, ‘বৈশাখের বিকেল বেলায়’ গানগুলোও চার কোটির বেশি মানুষ দেখেছেন ইউটিউবে। ‘দুষ্টু কোকিল’ তো রেকর্ড করেছে। এটিও ভালো লাগবে সবার।”</p> <p>রায়হান রাফি পরিচালিত এ সিরিজটি ২ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে। এতে চিত্রনায়ক রুবেলের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা। প্রকাশিত টিজারে দেখা গেছে, হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে শুরু হয় গোলমাল। এ টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কয়েকটি পক্ষ। খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী থেকে আরও অনেকে। পুরো টিজারজুড়ে মাফিয়া জগৎ আর কালো টাকার দাপট উঠে এসেছে।</p>