<p style="text-align:justify">বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৩১ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় ঢাকার বাতাসের পিএম২ এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ২৭.২ গুণ বেশি রয়েছে। সোমবার সকাল সোয়া ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। </p> <p style="text-align:justify">এসময় তালিকায় শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে ঘানার শহর আক্রা। যথাক্রমে ৫১৯ এবং ৩৯৪ স্কোর নিয়ে শহরদুটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মিসরের শহর কায়রো এবং ভিয়েতনামের হ্যানয়। শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।   </p> <p style="text-align:justify">সোমবার সকালে এসময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকায়। ২৮৯ একিউআই স্কোর নিয়ে এখানে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি (২৭৯), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৪৯), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (২৪৩), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২২০), গুলশান লেক পার্ক (২১৪), পশ্চিম নাখালপাড়া সড়ক (২০৯)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।</p> <p style="text-align:justify">আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>