<p>শেষ হতে চলেছে ২০২৪ সাল। প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে ভারতে। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বিনোদন ইন্ডাস্ট্রি বলিউড ও ভারতের দক্ষিনের সিনে ইন্ডাস্ট্রিগুরো এ বছর ব্যবসাসফল সিনেমার বেশ বিরাট তালিকা বহণ করেছে। এ বছর প্রত্যাশিত অনেক চলচ্চিত্র যেমন বক্স অফিসে জাদু চালাতে পারেনি, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা ছাপিয়ে বক্স অফিস কাঁপিয়েছে। যার মধ্যে অন্যতম আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। ভারতীয় বক্স অফিস সূত্র ও আইএমডিবির রিপোর্ট অনুসারে, চলুন দেখে নেওয়া যাক এ বছর বক্স অফিসে আয়ের তালিকায় কোন কোন চলচ্চিত্র ভারতকে এনে দিয়েছে আর্থিক সাফল্য। সবচেয়ে বেশি আয় করা ৫টি চলচ্চিত্রের তালিকা দেখে নিন একনজর-</p> <p><img alt="5" height="253" src="https://img.theweek.in/content/dam/week/week/review/movies/images/2024/12/5/Pushpa-2.jpg" width="450" /></p> <p><strong>‘পুষ্পা ২: দ্য রুল’ </strong><br /> বছরের অন্যতম সফল ভারতীয় সিনেমার তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’ আছে সবার ওপরে। লাল চন্দনের স্মাগলিংয়ের গল্পে নির্মিত পুষ্পার যাত্রার পরের এই অধ্যায় আরো বেশি ধামাকাদার প্রমাণিত হয়েছে বক্স অফিসে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও এখনো উন্মাদনা একটুও থামেনি দর্শকের মাঝে। ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙেই বছর শেষ করতে যাচ্ছে এটি। শিগগির দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে সিনেমাটি, এমনটিই মনে করছেন সিনে-বিশ্লেষকরা। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল।</p> <p>সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমা মুক্তির পর মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। </p> <p><img alt="5" height="236" src="https://www.koimoi.com/wp-content/new-galleries/2024/06/kalki-2898-ad-movie-review-02.jpg" width="450" /></p> <p><strong>কল্কি ২৮৯৮ এডি</strong><br /> ‘মহাভারত’-এর যুদ্ধের পটভূমিতে শুরু সিনেমাটির গল্প চলে যায় ২৮৯৮ খ্রিষ্টাব্দে। আগামী দিনের কল্পিত রুক্ষ শুষ্ক শহর কাশীকে ঘিরেই সিনেমার পটভূমি। বিজ্ঞান ও মিথলোজির সংমিশ্রনে তৈরি সিনেমাটি চলতি বছরের ২৭ জুন মুক্তি পায়। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমা নির্মাণে খরচ হয় প্রায় ৬০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোনসহ আরও অনেকে। </p> <p>মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছে ১০৬০.৪ কোটি রুপি এবং ভারতে আয় করেছে প্রায় ৭৮৪.৬ কোটি রুপি।</p> <p><img alt="5" height="303" src="https://www.india.com/wp-content/uploads/2024/08/Stree-2-review4-1.jpg" width="450" /></p> <p><strong>স্ত্রী ২</strong><br /> সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’-এর সিক্যুয়াল এটি। প্রথম কিস্তির মতো এটিও বক্স অফিসে দারুণ সফল। ভৌতিক গল্পে কমেডির মিশ্রন, দারুণ এক হরর-কমেডি কম্বো উপহার দিতে পেরেছেন নির্মাতা অমর কৌশিক। এবার দ্বিতীয় কিস্তিও অমর কৌশিক পরিচালনা করেছেন। সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ১৫ আগস্ট। এ সিনেমায় অভিনয় করেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠিসহ আরও অনেকে।</p> <p>প্রায় ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮৫২.৪ কোটি রুপি এবং ভারতে আয় করে ৭০৮.৬ কোটি রুপি।</p> <p><img alt="5" height="300" src="https://assets.telegraphindia.com/telegraph/2024/Sep/1725619506_goat-review.jpg" width="450" /></p> <p><strong>দ্য গ্রেটেস্ট অব অল টাইম</strong><br /> প্রতি বছরের মতো এবছরও থালাপতি বিজয় এনেছেন বক্স অফিসে ধামাকা। একজন অ্যান্টি টেররিজম কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন সিনেমাটিতে। ভেঙ্কট প্রভু পরিচালনায় নির্মিত ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমাটি মুক্তি পায় এ বছরের ৫ সেপ্টেম্বর। এতে আরো অভিনয় করেন, প্রভু দেবা, প্রশান্ত, স্নেহা, মোহনসহ আরও অনেকে।</p> <p>৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সাড়া জাগানো এই সিনেমাটি বিশ্বব্যাপী মোট আয় করে ৪৫২.৮ কোটি রুপি, এবং ভারতে ২৯৪.৬ কোটি রুপি আয় করে।</p> <p><img alt="5" height="263" src="https://images.ottplay.com/images/big/devara-part-1-1727009870.jpeg?impolicy=ottplay-20210210&width=1200&height=675" width="450" /></p> <p><strong>দেবারা পার্ট ১</strong><br /> ১৯৮০ ও ৯০ এর দশকের পটভূমির ওপর নির্মিত হয়েছে ‘দেবারা পার্ট ১’। ভারতবর্ষের বহু পুরনো ও হারিয়ে যাওয়া সমুদ্রতটবর্তী এক ভুখন্ডের মানুষের গল্পে নির্মিত সিনেমাটি এ বছর ছিল বহুল প্রত্যাশিত সিনোমর তালিকায়। মুক্তির পর বক্স অফিসেও দেখা গেছে সেই ছাপ। কোরাতলা শিভার পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেন এন টি রামা রাও জুনিয়র, জাহ্নবী কাপুর, সাইফ আলী খানসহ আরও অনেকে। </p> <p>২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৪২৬.৮ কোটি রুপি এবং ভারতে আয় করে ৩৫০.২ কোটি রুপি।</p>