<p>নোয়াখালীর সুবর্ণচরে মো. স্বপন নামের এক কৃষকের ১ একরের জমির করলাগাছ কেটেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক স্বপন ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।</p> <p>কৃষক স্বপন বলেন, ‘আমার কোনো শত্রু নেই। কিন্তু করলার সঙ্গে এ কেমন শত্রুতা! এক একর জমিতে করলা চাষ করেছি। মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলাগাছ রোপণ করেছিলাম। সবগুলো গাছে করলা ধরেছিল। প্রতিদিনের মতো গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলাম। কিন্তু রাতে সব গাছ কেটে ও উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে গিয়ে দেখতে পাই ক্ষেতের সব করলাগাছ নুয়ে পড়েছে। এরপর দেখি সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক এমপি হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে দুদকে মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734953105-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক এমপি হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে দুদকে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460521" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘আমি গরিব কৃষক। অনেক ধারদেনা করে একর জমিতে করলা চাষ করেছি। আমার যা পুঁজি ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। এতে প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল। এখন দেখছি সবই শেষ।’</p> <p>স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, ‘কৃষক স্বপন নিজের উপার্জিত সব অর্থ এই জমিতে ব্যয় করেছেন। এখন তার সব শেষ। এ ধরনের ঘটনা এর আগেও এলাকায় ঘটেছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে কঠিন শাস্তির দাবি করছি।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদিত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734952814-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/23/1460517" target="_blank"> </a></div> </div> <p>সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘কে বা কারা স্বপনের করলা গাছ কেটে উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।’ </p> <p>চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘এ বিষয়ে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p>