<p>ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।</p> <p>ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল। কিডনিসংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে শ্যাম মারা গেছেন বলে জানিয়েছেন তার মেয়ে।</p> <p>শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ শ্যাম বেনেগালের পরিচালক ছিলেন তিনি। ২০২৩ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সিনেমাটি।</p> <p>শ্যাম বেনেগালকে ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হয়। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডিসহ আরো কিছু সিনেমা। তাকে বলা হতো বায়োপিক মাস্টার।</p>