<p>শ্রমিক-মালিক এক থাকলে সোনার বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা প্রদান করতে হবে। শ্রমিকদের বেতন যাতে বাকি না থাকে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের ওপর যাতে কোনো ধরনের অত্যাচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গতকাল বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান বলেন, নিজ দলের লোক ছাড়া সবার ওপর অত্যাচার করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এমন কোনো বিরোধী মত নেই, যার ওপর তারা অত্যাচার করেনি। তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে অন্য কারো স্বার্থ দেখেনি। সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডাশেন রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক জামিলুর রহমানের সভাপতিত্বে ও নবনির্বাচিত সহকারী সেক্রেটারি আব্দুল কাদিরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।</p> <p> </p>