<p>চাঁদপুরের প্রখ্যাত গণ ও শাস্ত্রীয় সংগীত শিল্পী স্বদেশ সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক কৃষি ব্যাংকের কর্মকর্তা মনোজ আচার্যী শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত নিয়মিত শিল্পী ছিলেন তিনি। </p> <p>এই প্রবীণ সংগীত শিল্পী চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে গণসংগীত, নজরুল গীতি, রবীন্দ্রসংগীত এবং শাস্ত্রীয় সংগীত পরিবেশন করতেন। </p> <p>বিশেষ করে ৯০-এর গণআন্দোলনে ১০ নভেম্বর নিহত শহীদ নূর হোসেনকে নিয়ে তার কালজয়ী গান উল্লেখ করার মতো। </p> <p>শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরানবাজার মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে মনোজ আচার্যী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গুণী এই শিল্পীর মৃত্যুতে সংগীত নিকেতন, চাঁদপুর গভীর শোক প্রকাশ করেছে।</p>