<p>নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ডিমলা উপজেলা পরিষদের টানা দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।</p> <p>চলতি বছরের ১৯ সেপ্টেম্বরের দায়ের হওয়া সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২৩ মার্চ ডিমলা উপজেলার বুড়িতিস্তা সেচ প্রকল্প এলাকায় কুঠিরডাঙ্গা নামক স্থানে। সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে ঠিকাদারী প্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে ঘটনাটি ঘটে বলে জানান এলাকাবাসী। ঘটনার সময় তিনি ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ঘটনায় কুঠিরডাঙ্গা গ্রামের আনিছুর রহমান (৪০) বাদি হয়ে ৭৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ওই মামলার তিনি অজ্ঞাত আসামি বলে জানা গেছে।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।</p>