<p>দেশের জাতীয় সম্পদ রক্ষার্থে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা উপজেলা অভিযান চালিয়ে ৩৮০ কেজি জাটকা জব্দ করেছে। গতকাল শনিবার রামনেওয়াজ ঘাটে ঢাকাগামী লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।</p> <p>অভিযানে জব্দ জাটকা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।</p> <p>কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা মেঘনা নদীর নায়েবের হাট, পাতার চর, সোনার চর ও তত্সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী লঞ্চে থাকা দুটি ইলিশের ঝুড়ি তল্লাশি করে ৩৮০ কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৩ হাজার টাকা। পরবর্তী সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।</p> <p> </p> <p> </p>