<p>সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাদের আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন  উপজেলার মংলারগাঁও (মাস্টারপাড়া) গ্রামের আলীম হোসেন মাঝেরগাঁও গ্রামের সুলতান আহমেদ রাজু, পূর্ব মাছিমপুর গ্রামের এমরান হোসেন ও শাহজাহান হোসেন। এর আগে গত ৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামের আকাশ দাসের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন শরিফ নিয়ে অবমাননাকর কমেন্ট করায় স্থানীয় জনতা মংলারগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা করে। পুলিশ জানায়, হামলাকারীরা মাধব রায়ের রেস্তোরাঁ, লোকনাথ মন্দির এবং বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর ও সম্পদের ক্ষয়ক্ষতি করেছিল।</p> <p> </p>