<p style="text-align:justify">চট্টগ্রাম থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানাধীন ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে সন্তান-নাতিদের উদ্দেশে লেখা আবেগঘন কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। </p> <p style="text-align:justify">নিহত বীর মুক্তিযোদ্ধার নাম আবু সাইদ সরদার (৬৫)। তার দুই ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। আবু সাইদ ওই বাসায় তার এক ছেলের পরিবারের সঙ্গে থাকতেন। তিনি মূলত ক্যান্সার রোগের কারণে খুব কষ্ট পাচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৩ ডিসেম্বরও তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।</p> <p style="text-align:justify">সুইসাইড নোটগুলোতে আবু সাইদ সরদার তার পরিবারের সদস্যদের নিকট আবেগঘন কিছু লিখেছেন। তার মৃত্যুর কারণ ও মৃত্যুর পর কিছু করণীয়ের ব্যাপারে তিনি সন্তানদের কিছু দায়িত্বের কথা উল্লেখ করেছেন এতে।</p> <p style="text-align:justify">একটি নোটে তিনি লিখেছেন, ‘ক্যান্সার রোগের এত চিকিৎসার পরও কষ্ট আর সহ্য করতে না পেরে অগত্য আত্মহত্যার পথ বেছে নিলাম।’ নোটে তিনি তার সন্তানসহ সবার কাছে ক্ষমাও চেয়েছেন।</p> <p style="text-align:justify">ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।</p>