বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২২ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪ বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২ ব্যাচের ৩৪ জন মিডশিপম্যান ও ২০২৪ বি ব্যাচের আটজন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৪২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন।