<p style="text-align:justify">রংপুরে তথ্য মেলায় মুজিববর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারের ঘটনায় জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা শাখার যুগ্ম সদস্যসচিব হামিম মুন্তাসির অহনের নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার সদস্য জিয়াদী হক রুসু, মহানগরের সদস্য সিমান্ত প্রমুখ।</p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় অহন অভিযোগ করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের কিছু নেতাকর্মী নিজেদের আখের গোছাতে ব্যস্ত। যে সংগঠন মানুষের অধিকার, হক আদায়ের জন্য কাজ করার কথা ছিল, সেই সংগঠনের কিছু নেতা ঘুরেফিরে স্বৈরাচারের মতো কাজ করে যাচ্ছে।’</p> <p style="text-align:justify">হামিম মুন্তাসির অহন বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তথ্য মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ মেলায় যে ঘটনাটি ঘটেছে, সেই দায় জেলা প্রশাসক এড়াতে পারেন না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘তথ্য মেলায় দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রীর বাণী প্রচারে জুলাই বিপ্লবে রংপুরের সম্মান এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে।’</p> <p style="text-align:justify">মানববন্ধনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, ‘তথ্য মেলার সেই ঘটনায় তাৎক্ষণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদ করেছে। জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মানববন্ধনের সাথে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।’</p> <p style="text-align:justify">রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গতকাল রবিবার দুই দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।</p> <p style="text-align:justify">মেলার উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দপ্তর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য সম্বলিত লিফলেট রাখা হয়। সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিববর্ষের লিফলেট ও পলাতক শেখ হাসিনার বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করা হলে তোলপাড় শুরু হয়।</p> <p style="text-align:justify">গত রবিবার সন্ধ্যায় মেলায় এসে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে স্টল থেকে এসব লিফলেট সরিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চান।</p> <p style="text-align:justify">জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানদের কাছে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দুই দিনের মধ্যে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।’</p>