<p style="text-align:justify">ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে এক তরুণ ও দুই কিশোর। যা নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর ছিল আলোচনা। ঘটনাটির প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেছেন, ‘তরুণদের দ্রুত গঠনমূলক কাজে লাগাতে না পারলে বিপর্যয় অপেক্ষা করছে।’</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তরুণদের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আরিফ সোহেল। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।</p> <p style="text-align:justify">আরিফ সোহেল বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সামাজিক মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করা দরকার। কংক্রিটের জঞ্জালে পাঁচ-দশ তলায় লুকায়ে থাকা স্নাইপার লোকেট করে, নিজের তাজা জীবনকে বেইট হিসেবে ব্যবহার করে ফাইট দিয়েছে যে জেনারেশন, ওদেরকে “নর্মাল” ভাবলে চলবে না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘একাত্তরের পরে যা হয়েছে তার অনেক কিছুই রিকারিং আকারে হাজির হচ্ছে, যদিও আমাদের লড়াই সশস্ত্র জনযুদ্ধ পর্যন্ত যায়নি। সাহসী ও দামাল তরুণদের দ্রুত গঠনমূলক কাজে লাগাতে না পারলে বিপর্যয় অপেক্ষা করছে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘এ দেশের তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংস্কৃতিক বিকাশের জন্য দীর্ঘমেয়াদী (সাসটেইনেবল) ভাবনা দরকার (জুলাইয়ের আগে লেখা ম্যানিফেস্টো দিয়ে হবে না)। কাউকে এমপি-মন্ত্রী বানানোর জন্য কেউ স্নাইপারের ফায়ার নিজের দিকে ড্র করে না। তাদের আকাঙ্ক্ষা বুঝতে শিখতে হবে, বাস্তবায়নে কাজও করতে হবে, কাজে তাদের সাথেও নিতে হবে।’</p> <p style="text-align:justify">আরিফ সোহেল বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এই ধরনের উদ্যোগ আমরা নেব, ইনশাআল্লাহ।’</p>