<p style="text-align:justify">স্কুলের নিচু জায়গা ভরাটের নামে কুড়িগ্রামে ধরলা নদী থেকে বালু তুলছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। সেই বালু বাইরে বিক্রি করছেন তিনি। তিন দিন ধরে এ কাজটি চললেও তা প্রশাসনের নজরে আসেনি।</p> <p style="text-align:justify">সদর উপজেলার মোগলবাসা ঘাট এলাকায় দুটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে। এটি করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন।</p> <p style="text-align:justify">আমজাদ হোসেন মোগলবাসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।</p> <p style="text-align:justify">সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন চরকৃষ্ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। তবে সেই ড্রেজারের বালু দিয়ে শুধুমাত্র বিদ্যালয় ভরাটের কাজ চলছে। পাশাপাশি চলছে আরো একটি ড্রেজার। সে ড্রেজারে বালু তুলে বিক্রি করা হচ্ছে।</p> <p style="text-align:justify">এলাকাবাসী বলছেন, গত ৩ দির ধরে এখানে অবৈধভাবে কিছু রাজনৈতিক নেতাকর্মী বালু তুলে তা বিক্রি করছেন। যদিও বলা হচ্ছে বালু তুলে শুধু বিদ্যালয়ের কাজ করা হচ্ছে।</p> <p style="text-align:justify">নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক বাসিন্দা কালের কণ্ঠকে বলেন, ‘এই দুই বালুর ড্রেজার ওই নেতার। তিনি আগে থেকেই এখান থেকে বালু তুলতেন। মাঝে কিছুদিন এখানে বালু তোলা বন্ধ ছিল। এখন স্কুলের কথা বলে বালু তুলছেন, আর বিক্রি করছেন। এর সঙ্গে যুক্ত আছে কিছু বিএনপির লোক।’</p> <p style="text-align:justify">জানতে চাইলে অভিযুক্ত আমজাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এখানে বালু তুলছি স্কুলের কাজের জন্য। স্কুলের মাঠ নিচু, তাই বালু তুলে আমরা তা ভরাট করছি।’</p> <p style="text-align:justify">কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, ‘সেখানে তারা নিচু স্কুলের মাঠ ভরাট করার জন্য ড্রেজার দিয়ে বালু তুলছে, এ বিষয়টি জানি। কিন্তু দুটি ড্রেজার বসিয়ে বালু তুলে তা বিক্রি করছে, এ বিষয়টি আমি অবগত নই। যদি এমনটা হয় তা অতি শিগগিরই বন্ধ করে দেব।’</p>