<p>চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তাদের পরিচয়ও জানা যায়নি।</p> <p>সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার পর লাশ পাওয়ার খবর পাওয়া যায়।</p> <p>কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কামান্ডার লে. জেনারেল ফজলুল হক জানান, সারভর্তি কার্গো জাহাজ এমভি আল-বাখেরায় পাঁচটি লাশ পাওয়া গেছে। লাশগুলো কম্বলে মোড়ানো ছিল। লাশের মাথা থেঁতলানো ছিল। এ সময় তিনজনকে  মুমূর্ষু আবস্থায় উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।</p>