<p>আইপিএলের নিলামে একদম শেষ মুহূর্তে নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন বেভান জ্যাকবস। দল পাবেন এমন কোনো আকাঙ্ক্ষা থেকে নয়, এমনিতেই। পরে সেই তিনিই দল পান। ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে নিউজিল্যান্ড ব্যাটারকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস।</p> <p>সেই জ্যাকবসই প্রথমবারের মতো কিউই দলে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটার হিসেবেই পরিচিত তিনি। সর্বশেষ সুপার স্ম্যাশে তার প্রমাণও দিয়েছেন তিনি। ৬ ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে করেছেন ১৩৪ রান। ক্যান্টারবুরির হয়ে এক বছর আগেই স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় গত মাসে। অক্টল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে খেলেছেন ৭৫ ও ৭৯ রানের ইনিংস।</p> <p>২২ বছর বয়সী জ্যাকবসের ডাক পাওয়ার দিনে দলে ফিরেছেন ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ও উইল ও’রুকি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাদের বিশ্রাম দিয়েছিল এনজেডসি। শ্রীলঙ্কার বিপক্ষে শুধু সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াডই ঘোষণা করেনি নিউজিল্যান্ড, ওয়ানডেও করেছে।</p> <p>প্রথমবারের মতো সীমিত সংস্করণে স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মিচেল স্যান্টনার। কিন্তু অভিষেক সিরিজে বেশ কিছু তারকা ক্রিকেটারকে পাচ্ছেন না তিনি। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে চুক্তিবদ্ধ থাকায় এই সিরিজে নেই নেই কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ফিন অ্যালেন, অ্যাডাম মিলনে এবং টিম সেইফার্ট। অন্যদিকে চোটের কারণে নেই বেন সিয়ার্স ও কাইল জেমিসন। আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়েতে টি-টোয়েন্টি দিয়ে দুই দলের সিরিজ শুরু হবে।</p> <p><strong>নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি দল : </strong></p> <p>মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফউকস, মিচেল হে, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও নাথান স্মিথ।</p> <p><strong>নিউজিল্যান্ডের ওয়ানডে দল :</strong></p> <p>মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুকি, গ্লেন ফিলিপস, রাচিন ররীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়াং।</p>