<p>ফুটবল ক্যারিয়ার শেষে অনেক কিংবদন্তি খেলোয়াড়ই নতুন নতুন ক্ষেত্রে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। ফরাসি ফুটবলার এরিক কান্টোনা বেছে নিয়েছেন বিচ ফুটবল, পিতর চেক খেলছেন আইস হকি দলে—এমনই কিছু ফুটবলার রয়েছেন, যারা ফুটবল ছাড়ার পর ভিন্ন খেলার সঙ্গে যুক্ত হয়েছেন।</p> <p><strong>গ্যাব্রিয়েল বাতিস্তুতা</strong><br /> আর্জেন্টিনার ও ফিওরেন্টিনা কিংবদন্তি স্ট্রাইকার বাতিস্তুতা ফুটবল ছাড়ার পর পোলো খেলতে শুরু করেন। </p> <p>একজন দক্ষ অশ্বারোহী হিসেবে তিনি পরবর্তী সময়ে পোলোর মতো অভিজাত খেলায় যোগ দেন। ২০০৯ সালে টম টেইলর দলের হয়ে কোপা স্টেলা আরটোইস শিরোপা জিতে তিনি তার পোলোর ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যান।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/23/my1198/াপচ্টজচবটা্.jpg" width="1000" /></p> <p><strong>দিয়েগো ফোরলান</strong><br /> ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী উরুগুয়ের ফুটবলার ক্লাব ক্যারিয়ারে ম্যানইউ, আতলেতিকো মাদ্রিদ ইন্টার মিলানে খেলা  ফুটবলার ফোরলান ২০১৯ সালে ফুটবল ছাড়েন। এর পর কোচিং করানো শুরু করেন। তবে সেখানে বেশিদিন থিতু হননি। ২০২৩ সালে টেনিস খেলায় মনোনিবেশ করেন।</p> <p>আসলে টেনিসের সঙ্গে ফোরলানের প্রথম সখ্য ছোটবেলায়। গত বছর আবারও টেনিস খেলা শুরু করেন ৪৫ বছর বয়সী ফোরলান। উরুগুয়ে ওপেন দিয়ে এটিপি চ্যালেঞ্জার্স টেনিসে অভিষেক হয় ফোরলানের। অভিষেক টুর্নামেন্টে শেষ ষোলো থেকেই বিদায় নেন তিনি। এখনো খেলা চালিয়ে যাচ্ছেন।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/23/my1198/wrfewtgreyuh.jpg" width="1000" /></p> <p><strong>পিওতর চেক</strong><br /> চেক প্রজাতন্ত্রের পিতর চেক জাতীয় দলের হয়ে ২০০২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১২৪টি ম্যাচ খেলেছেন। চেলসি ও আর্সেনালের সাবেক এই গোলকিপার ২০১৯ সালে অবসরের পর গিল্ডফোর্ড ফেনিক্স আইস হকি দলে যোগ দেন। তিনি তার প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেন। বর্তমানে তিনি বেলফাস্ট জায়ান্টের হয়ে খেলছেন। </p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/23/my1198/wrwetgeru.jpg" width="1000" /></p> <p><strong>জ্যাঁ-মিশেল লিজারাজু</strong><br /> ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ এবং বায়ার্ন মিউনিখের হয়ে ২০০০ সালে ইউরো জেতা লিজারাজু ফুটবল থেকে অবসরের পর জিউ-জুৎসুতে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ২০০৯ সালে ইউরোপে একটি জিউ-জিতসু প্রতিযোগিতায় অংশ নেন, যেখানে তিনি ব্লু বেল্ট সিনিয়র ১ লাইট বিভাগে ইউরোপীয় চ্যাম্পিয়ন হন। তিনি একজন তুখোড় সার্ফারও। এ ছাড়া কাজ করেন ফরাসি টিভি ও রেডিওতে ফুটবল পন্ডিত হিসেবে। </p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/23/my1198/liza.jpg" width="1000" /></p> <p><strong>এরিক কাতোঁয়া</strong><br /> ফরাসি ফুটবলার কান্টোনা ১৯৮৭ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। ক্লাব ক্যারিয়ারে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪টি প্রিমিয়ার লিগ ও দুটি এফএ কাপ জেতানো এই ফুটবলার ১৯৯৭ সালে আকস্মিক অবসর নেন। তবে ফুটবল থেকে অবসরের পর বেশিদিন বল ছাড়া থাকতে হয়নি তাকে। ওই বছরই ফ্রান্সের বিচ ফুটবল দলে যোগ দিয়ে দলের অধিনায়কের পাশাপাশি দায়িত্ব পালন করেছেন কোচেরও। ২০০৬ সালে খেলোয়াড় হিসেবে অবসর নিলেও ২০১১ সাল পর্যন্ত ছিলেন কোচের দায়িত্বে। দলকে জিতিয়েছেন ইউরো বিচ ফুটবল লিগ (২০০৪ সাল) এবং ফিফা বিচ ফুটবল বিশ্বকাপ (২০০৫)।  </p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/23/my1198/যৃযিডট্পড.jpg" width="1000" /></p>