নিরাপত্তা পেলে বাড়ি ফিরতে চান নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা কানু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
নিরাপত্তা পেলে বাড়ি ফিরতে চান নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা কানু
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামের এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

লাঞ্ছিত মুক্তিযোদ্ধা উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তার বয়স৭৮ বছর।

১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে রাতেই থানা পুলিশ অভিযানে নামে।

আরো পড়ুন
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, ‘রবিবার দুপুরে উপজেলার পাতড্ডা বাজার থেকে তুলে নিয়ে যায় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। জুতার মালা দেওয়ার আগে তারা আমাকে নির্যাতন করেছে।

তারা আমার সারা শরীরে পা দিয়ে আঘাত করে, কিল-ঘুষি মারে। তারা ১৫০ টাকা স্ট্যাম্প দিয়ে আমাকে বলে তুই এখানে স্বাক্ষর কর, তুই মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, তুই কোনো দিন এলাকায় আসতে পারবি না। বিকেল ৫টার আগে বাড়ি থেকে না গেলে তোদের বাপ-ছেলের শরীরে হাড়-মাংস থাকবে না। রবিবার বিকেল ৫টার আগেই এলাকা ছেড়ে ফেনীতে হাসপাতালে ভর্তি হয়েছি, কিছুটা সুস্থ হয়ে বিকেলে ফেনী ছেলের বাসায় এলাম।

আরো পড়ুন
শেখ হাসিনা দেশে আসবেন ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য : নাহিদ ইসলাম

শেখ হাসিনা দেশে আসবেন ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য : নাহিদ ইসলাম

 

তিনি আরো বলেন, ‘তারা আমাকে যে নির্যাতন করেছে তাতে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। আমি প্রতিবাদ করে বলেছি জীবন চলে গেলেও পরিচয় দেব আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি স্বাক্ষর দেব না। উপদেষ্টামণ্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসেবে, আমার গলায় জুতার মালা দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া সমান কথা। আমি এই অপমানের বিচার চাই।

আমাকে নিরাপত্তা দিলে আমি বাড়ি ফিরে যেতে চাই। স্বাভাবিক জীবন যাপন করতে চাই।’

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ 

এদিকে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে অপমান ও অপদস্থ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, চৌদ্দগ্রাম উপজেলার লুদিয়ারা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করে গলায় জুতার মালা পরানোর ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় কিছু কুচক্রী মহল উপজেলা জামায়াতে ইসলামীকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে।

আরো পড়ুন
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব : সাকি

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব : সাকি

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী গণমাধ্যমকর্মীদের জানাচ্ছে যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় জামায়াত কোনো অবস্থাতেই জড়িত নয়। যারা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত অথবা জুতার মালা পরিয়েছে তারা জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের কেউ নয়। যারা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করেছে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। জামায়াতে ইসলামী কোনো অন্যায়কে সমর্থন করে না। বরাবরেই জামায়াতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে অপমান করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে রবিবার রাত থেকে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে ঘটনাটি দেখছি, এটা অনাকাঙ্ক্ষিত, আমি চৌদ্দগ্রাম থানার ওসি ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি। নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা কানু সাহেব ফেনী আছেন। আমি কথা বলে আইনগত সহযোগিতা ও নিরাপত্তা বিষয়েও কথা বলেছি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কুমিল্লায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ
সংগৃহীত ছবি

কুমিল্লায় সীমান্তে পুকুরের পাড়ে কাঁটাতারের বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তঘেঁষা একটি পুকুর পাড়ে ওই বেড়া নির্মাণ করা হচ্ছে।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) জানা যায়, শাহপুরের সীমান্ত এলাকায় ভারতীয়রা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এতে সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত পিলারের দেড় শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। তবে বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’ 

আরো পড়ুন
সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ছবিটি কি সম্পাদিত?

সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ছবিটি কি সম্পাদিত?

 

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে।

তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন।

শাহপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা আগে শুনতাম দেড় শ গজের ভেতরে কোনো তারকাঁটা বেড়া দেওয়া যাবে না। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেও বিএসএফ ওই পাশ থেকে আমাদেরকে হুমকি দেয়।’

জানা গেছে, কুমিল্লা সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এদিকে ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।

শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, বিএসএফের উপস্থিতিতে চলছে বেড়া নির্মাণের কাজ। 

আরো পড়ুন
দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসজুড়ে ছড়িয়ে থাকা কী এই গোলাপি গুঁড়া?

দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসজুড়ে ছড়িয়ে থাকা কী এই গোলাপি গুঁড়া?

 


 
কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘আমরা অতিরিক্ত বিজিবি টইল জোরদার করছি।

মন্তব্য

পঞ্চগড়ে এক দিনে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পঞ্চগড়ে এক দিনে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

শীত মৌসুমের বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে পঞ্চগড়ে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত থাকে এই জনপদের জনজীবন। যদিও মাঝেমধ্যে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমে না। ফলে ভোগান্তি পোহাতে হয় এই জেলার দিনমজুরদের।

গতকাল সোমবার পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে আজ মঙ্গলবার সকাল ৬টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

আবহওয়া অফিসের তথ্যানুয়ায়ী দেশের সর্ব উত্তরের এই জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বইছে। 

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল সকাল ৬টায় ১৩ দশমিক ৯ ডিগ্রি এবং সকাল ৯টায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তিনি বলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমেছে ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভুত হচ্ছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

মন্তব্য

পঞ্চগড়ে কুয়াশা কমলেও কমেনি শীত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
পঞ্চগড়ে কুয়াশা কমলেও কমেনি শীত

এবার পৌষের বেশিরভাগ সময় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে এক অঙ্কে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। কুয়াশা কমলেও উত্তরের ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে প্রান্তিক এ জেলার জনজীবনে।

শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ নিম্ন আয়ের মানুষের। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার ১ লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে ৪৫ হাজার শীতবস্ত্র। তবে সকালে সূর্যের দেখা মেলায় মিলেছে খানিকটা স্বস্তি।
 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, এ মাসে আরও কয়েকটি শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনি গ্রামের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে পারিবারিক কাজ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি লালপুরের দিকে যাচ্ছিল তারা।

এ সময় মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এ সময় আখ বোঝায় ট্রলির চাকায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। 

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রাক ও আখ বহন করা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘা থানা পুলিশের (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী হাসপাতালে পাঠায়। সেখানে তাদের মৃত্যু হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ