দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আরো পড়ুন
পঞ্চগড়ে একদিনে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

পঞ্চগড়ে একদিনে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

 

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকটি শেষ হয় রাত ৯টা ৫ মিনিটে। 

সম্প্রতি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে বিএনপি। এ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠক করেছে দলটি।

মন্তব্য

পায়ুপথে মিলল স্কচটেপ মোড়ানো ৪১ পোঁটলা ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পায়ুপথে মিলল স্কচটেপ মোড়ানো ৪১ পোঁটলা ইয়াবা
মাদক ব্যবসায়ী মো. শাহ আলম শেখ

বিমানযাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৫ জানুয়ারি) তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মো. শাহ আলম শেখ (৪১)। তার কাছ থেকে ২০০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সন্ধ্যায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরো পড়ুন
শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক আটক

শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক আটক

 

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ ইএ-৪৩৪ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে শাহ আলমকে বিমানবন্দর বলাকা ভবন এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলিতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৪১টি বস্তুর সন্ধান মেলে।

পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪১ পোঁটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ২০০৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আরো পড়ুন
‘না’ ভোট, অনলাইন ভোটিং ও একাধিক আসনে নির্বাচন নিয়ে যা বলল কমিশন

‘না’ ভোট, অনলাইন ভোটিং ও একাধিক আসনে নির্বাচন নিয়ে যা বলল কমিশন

 

এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অ্যাডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান বলেন, ‘আগের তুলনায় ইদানীং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশি লক্ষ করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সব অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।

প্রাসঙ্গিক
মন্তব্য

এনসিটিবির সামনে কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তার চায় পিসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এনসিটিবির সামনে কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তার চায় পিসিপি
সংগৃহীত ছবি

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

সংগঠনের পক্ষ থেকে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর পরিকল্পিত হামলায় ১০-১৫ জন আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘রাজধানী ঢাকায় এনসিটিবির সামনে পুলিশের উপস্থিতিতে একটি উগ্রসাম্প্রদায়িক মনোভাবাপন্ন তথাকথিত ভূঁইফোড় সংগঠন কিভাবে পাহাড়িসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তার শিক্ষার্থী-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করতে পারে? আমরা মনে করি এই ঘটনায় পার্বত্য চট্টগ্রামের সেটলারদের কিছু শিক্ষার্থী ও তাদের পেছনে উগ্রসাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে।

আমরা এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি।’

ঢাকার মতো জায়গায় আজকের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হামলা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, হামলাকারী উগ্রসাম্প্রদায়িক সংগঠনটির লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা হুমকি দিয়ে আসছে এবং সকাল থেকে তারা স্ট্যাম্প ও লাঠিতে জাতীয় পতাকা বেঁধে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলটি সেখানে গেলে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ মিছিলে ন্যক্কারজনক হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

 

আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সেটলার বাঙালিসহ দেশের উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠি ‘আদিবাসী’ ইস্যুকে সামনে এনে পাহাড়ি জনগণ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের জিগির তুলে দেশের অপরাপর মানুষের কাছে জাতিগত বিদ্বেষ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এর পেছনে রাষ্ট্রীয় কোনো সংস্থার লোকজন উসকানি দিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানান তারা।

মন্তব্য

বীর মুক্তিযোদ্ধা আজাদ আলীর (বীরপ্রতীক) জীবনাবসান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বীর মুক্তিযোদ্ধা আজাদ আলীর (বীরপ্রতীক) জীবনাবসান
বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী (বীরপ্রতীক) (ডানে, বুকে জাতীয় পতাকা))

ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন গত ১৩ জানুয়ারি রাত ৮টা ৪৫ মিনিটে দেশের অন্যতম সাহসী সন্তান বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী (বীরপ্রতীক) শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অনার্স পড়াকালীন সময়েই আজাদ আলী মহান মুক্তিযুদ্ধে যোগ দেন।

রাজশাহীর আড়ানি ব্রিজ উড়িয়ে দিয়ে পাকিস্তানি বাহিনীর চলাচল ব্যাহত করার ইতিহাসে তার সাহসিকতার গল্প আজও অনুপ্রেরণা হয়ে আছে। দিনের বেলায় পরিচালিত এই অভিযানের পর পাকিস্তানি  বাহিনী পাল্টা শেলিং শুরু করলেও তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নিরাপদ স্থানে ফিরে যেতে সক্ষম হন।

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এক মিশনে পাকিস্তানি সেনাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার বাঁ হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বাঁচার তাগিদে চিকিৎসকরা তার বাঁ হাত কেটে ফেলতে বাধ্য হন।

তার অসীম সাহসিকতার জন্য সরকার তাকে (বীরপ্রতীক) খেতাবে ভূষিত করে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন।

আজাদ আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আট বছর আগে তিনি তার স্ত্রীকে হারান।

কালের কণ্ঠ

বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি হাই স্কুল মাঠে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করে। জানাজা শেষে বারিধারা ডিওএইচএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বনানী সামরিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

সরকারের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বারিধারা ডিওএইচএস পরিষদের চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.) গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আজ জাতি মহান মুক্তিযুদ্ধের একজন প্রথম সারির বীরকে হারাল। তার অবদান আমরা চিরকাল মনে রাখব।’

বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী (বীরপ্রতীক) তার সাহসিকতা ও ত্যাগের জন্য ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন।

মন্তব্য

এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা, সাংবাদিকসহ আহত ৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা, সাংবাদিকসহ আহত ৯
সংগৃহীত ছবি

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

আরো পড়ুন
দুদককে গতিশীল করতে ৪৭ সুপারিশ সংস্কার কমিশনের

দুদককে গতিশীল করতে ৪৭ সুপারিশ সংস্কার কমিশনের

আহতরা হলেন- ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭) ও ডিবিসি'র সাংবাদিক জুয়েল মার্ক (৩৫)। 

শান্তিময় চাকমা বলেন, পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ পুনরায় লিখনের দাবিতে আদিবাসী ছাত্র-জনতা মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সাবরেন্টি নামের সংগঠনের অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। 

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ