<p>কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার বড় জয়ের ম্যাচে উজ্জ্বল ছিলেন ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল। নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো দুটি গোল। অফসাইডের কারণে বাতিল হয়েছে আরো একটি গোল। </p> <p>ইয়ামালের এমন পারফরম্যান্সের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন তারই সতীর্থ মিডফিল্ডার গাভি। তার মতে, লিওনেল মেসির পরই বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল! ম্যাচের পর গাভির কাছে জানতে চাওয়া হয়েছিল ইয়ামাল সেরা খেলোয়াড় কিনা? উত্তরে গাভি বলেছিলেন, ‘আমার কাছে, লামিনে বিশ্বের সেরা, শুধু মেসির পর।’</p> <p>‘লামিনে খুব ভালো, এখনকার সেরা। কিন্তু মেসির সঙ্গে তুলনা করা অযৌক্তিক, কারণ মেসির মত একজন হবে না। সে একক, যেমন একক ছিল একসময় জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেতস। আমাদের নিজেদের পথ তৈরি করতে হবে।’—যোগ করেন গাভি। </p> <p>গত বছর স্পেনের ইউরো জয়ে বড় অবদান ছিল ইয়ামালের। ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে তিনি হয়েছিলেন অষ্টম। তবে সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড ও কোপা ট্রফি জিতেছিলেন তিনিই।</p> <p>ইয়ামালকে নিয়ে গাভির সঙ্গে একমত বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও। তবে সতর্কতাও জানান তিনি। তিনি বলেছেন, ‘গাভি একটু আবেগপ্রবণ। তবে আমিও তার সঙ্গে একমত। এটা তো সবাই দেখতেই পাচ্ছে। সাধারণত বড় ম্যাচগুলিতেই বড় প্রতিভারা পারফরম্যান্স করে এবং সে এটা অনেকবারই করে দেখিয়েছে। সে খুব ভালো পথেই আছে। তবে তার যত্ন নিতে হবে আমাদের।’</p>