<p>‘এখনকার উপদেষ্টাদের শুধু খালি টাকা দরকার’ শীর্ষক ক্যাপশনে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্যের একটি ভিডিও শর্ট ভিডিও প্লাটফরম টিকটকে প্রচার করা হয়েছে। তবে এমন কোনো মন্তব্য করেনি বলে স্পষ্ট করেছে রিউমর স্ক্যানার।</p> <p>প্রচারিত ওই ভিডিওটিতে শেখ মো. সাজ্জাত আলীকে বলতে শোনা যায়, ‘চলে গেছে আপনার আমার খালি টাকা দরকার, আমার টাকা দরকার, এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্টেন্ট না। ড্রাগ বেচে আসতেছে, না জুয়া খেলে আসতেছে, না দুর্নীতি করে আসতেছে দ্যাট ডাজ নট ম্যাটার। যেকোনো উপায়ে আমার টাকা দরকার। এ কোন এক সমাজে আমরা চলে গেলাম, নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে..’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737001979-3d7d9625e8ec6f0c34b40806b3417d3c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/16/1469246" target="_blank"> </a></div> </div> <p>রিউমর স্ক্যানার জানায়, এই প্রতিবেদন লেখার সময় ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৯০ হাজার বারেরও বেশি। এ ছাড়াও ভিডিওটিতে প্রায় ৫ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ৯ শতবারের বেশি শেয়ার করা হয়েছে। তবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এখনকার উপদেষ্টাদের শুধু টাকা দরকার শীর্ষক কোনো মন্তব্য করেনননি বরং, উনার ভিন্ন বিষয়ে দেওয়া একটি বক্তব্য থেকে একটি অংশ কাট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। </p> <p>অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উপদেষ্টাদের শুধু টাকা দরকার এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি। তবে ডিএমপি কমিশনার এই বক্তব্য কাদের উদ্দেশ্য করে দিয়েছেন সেটি এই খণ্ডিত ভিডিওতে স্পষ্ট না হওয়ায় ভিডিওটির উৎস খোঁজার চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে থাকা বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম Channel 24-এর লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৩ ডিসেম্বর ‘কেন আমি এই দেশের মানুষের বুকে গুলি চালাব? প্রশ্ন পুলিশ কমিশনারের’ | DMP | Channel 24’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737001532-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469245" target="_blank"> </a></div> </div> <p>ভিডিওটির প্রায় ১মিনিট ৩ সেকেন্ড থেকে ১মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ, এই ভিডিওর একটি অংশ দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।</p> <p>ভিডিওটিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে সমাজ ও দেশের বিভিন্ন পেশার মানুষের নীতি নৈতিকতার কথা বলতে দেখা যায়। তবে, ভিডিওটিতে তাকে উপদেষ্টাদের ইঙ্গিত করে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ৪ ডিসেম্বর সংবাদমাধ্যম কালবেলার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ ডিসেম্বর মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও মোহাম্মদপুর থানা এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্র-ছাত্রীরা নজরুলগীতি, পল্লীগীতি শিখতে চায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737004287-e2a7a5b5e7372a870e64ad4763c7f20d.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্র-ছাত্রীরা নজরুলগীতি, পল্লীগীতি শিখতে চায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469253" target="_blank"> </a></div> </div> <p>ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘এখনকার উপদেষ্টাদের শুধু খালি টাকা দরকার’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।</p>