<p>ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর স্টেশন আসার পর এর লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনটি ধীরে ধীরে বিজয়নগরের মুকুন্দপুর স্টেশনে যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। আখাউড়া থেকে নতুন ইঞ্জিন এলে দেড় ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।</p> <p>মুকুন্দপুর স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজমপুর স্টেশন থেকে ছাড়লে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।</p> <p>তিনি আরো জানান, ইঞ্জিন বিকল অবস্থায় ৩০ মিনিটে সকাল ১০টায় মুকুন্দপুর স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। এরপর ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায়। আখাউড়া থেকে আসা নতুন ইঞ্জিন লাগিয়ে সকাল ১০টা ২৭মিনিটে ট্রেনটি সিলেট অভিমুখে ছেড়ে যায়। এ সময় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে স্টেশন মাস্টার জানান।</p>