<p>ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। এ লক্ষে গঠিত কমিটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</p> <p>বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাবরের সঙ্গে মুক্তি পেলেন যারা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737020398-49c140f4ea25640ec6a42d294ef333d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাবরের সঙ্গে মুক্তি পেলেন যারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/16/1469314" target="_blank"> </a></div> </div> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে সাধারণ শিক্ষার্থী, ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হবে।</p>