<p>বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে যে ভ্যাট আরোপ করা হয়েছে তা পুনর্বিবেচনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।</p> <p>তিনি বলেন, ওষুধ, পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ করা হচ্ছে।</p> <p>আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।</p> <p>বাড়তি ভ্যাটের কারণে বাজারে পণ্যের দামে ইতোমধ্যে প্রভাব পড়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘ভ্যাটের কারণে সম্পূর্ণ না; দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাটের কারণ হয়েছে। সম্পূর্ণভাবে এটা হলো ম্যানুপুলেশন, সাপ্লাই চেইনের ওপর।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737009380-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/16/1469274" target="_blank"> </a></div> </div> <p>এদিকে হোটেল-রেস্তোরাঁয় বাড়তি ভ্যাট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে আজ রাজধানীর শেরেবাংলানগরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভের মধ্যেই এই ঘোষণা দেন এনবিআর মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান।</p> <p>এ ছাড়া ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) ব্যবসায় ভ্যাটের হার কমতে পারে। পূর্বের ভ্যাটে ফিরে গেলে দাম কমবে এসব পণ্যের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন নির্দেশনায় ইন্টারনেট প্যাকেজে যেসব সুবিধা দিচ্ছে বিটিআরসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736942394-a9b83d5d50ca2299b75ef62becad263e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন নির্দেশনায় ইন্টারনেট প্যাকেজে যেসব সুবিধা দিচ্ছে বিটিআরসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1468977" target="_blank"> </a></div> </div> <p>৯ জানুয়ারি শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। এর পর থেকেই বাড়তি ভ্যাট ও শুল্কের বিরোধিতা করে আসছেন ব্যবসায়ী ও গ্রাহকরা।</p> <p>নতুন করে আরোপিত ভ্যাট প্রত্যাহারের জন্য ইতোমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই, ডিসিসিআইসহ শিল্প মালিকরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছেন। এর মাঝেই ভ্যাট পর্যালোচনার আশ্বাস ব্যবসায়ীরা ইতিবাচকভাবে দেখবেন বলে আশা করা হচ্ছে।</p>