<p>আন্দোলন ও সমালোচনার মুখে অর্থবছরের মাঝপথে এসে হঠাৎ রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বৃহস্পতিবার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতোই ৫ শতাংশ করা হয়েছে। আজই আদেশ জারি করা হবে।’</p> <p>এর আগে গত ৯ জানুয়ারি রাতে অর্ধশতাধিক পণ্য ও সেবায় আমদানি, উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করে সরকার। এর মধ্যে রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আর মিষ্টান্নভাণ্ডারের ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ১৫ শতাংশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই ঘোষণাপত্রের খসড়া উপস্থাপন, যা বলা হয়েছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737038274-76c9bd4baf9dc13f1e6fce23de9be805.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই ঘোষণাপত্রের খসড়া উপস্থাপন, যা বলা হয়েছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/16/1469426" target="_blank"> </a></div> </div> <p>ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সেদিনই বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এরপর গতকাল সারা দেশে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।</p> <p>এর মধ্যে ঢাকা জেলার তিন হাজার রেস্তোরাঁর মালিকদের নিয়ে এনবিআর ভবনের সামনে এই কর্মসূচি পালনের কথা বলা হয়। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে সমিতির নেতারা বলেন, সরকার রেস্তোরাঁ ব্যবসায়ী ও জনগণের স্বার্থ, জীবন-জীবিকা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি ‘বিবেচনা না করে’ সিদ্ধান্তে অটল থাকায় সমিতি বাধ্য হয়ে এই কর্মসূচি নিয়েছে।</p> <p>এনবিআরের মূসক আইন ও বিধি শাখা গত বুধবার ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে সমিতির সভাপতিকে চিঠি দিয়েছিল। কিন্তু সেখানে স্পষ্ট কিছু না থাকায় পূর্বঘোষণা অনুযায়ী গতকাল এনবিআরের সামনে মানববন্ধনে জমায়েত হন রেস্তোরাঁ খাতের কয়েক শ মালিক ও কর্মচারী।</p> <p>এই কর্মসূচি শুরুর আগেই ভ্যাট আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এনবিআর; কিন্তু গেজেট না হওয়ায় কর্মসূচিও চলতে থাকে।</p>