<p>পিরোজপুরের নাজিরপুরে র‌্যাব পরিচয় দিয়ে জোরপূর্বক ফাঁকা জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন এক ব্যক্তি। এমন অভিযোগ উঠেছে উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আজিজুল হকের পুত্র ইমদাদুল হকের বিরুদ্ধে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নাজিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মানিক চক্রবর্তী।</p> <p>ভুক্তভোগী মানিক চক্রবর্তী ওই এলাকার মৃত মেঘনাথ চক্রবর্তীর ছেলে।</p> <p>সংবাদ সম্মেলনে তিনি জানান, ইমদাদুল তার পূর্ব পরিচিত। দীর্ঘ দিন পূর্বে জনকল্যাণ সমবায় সমিতি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে ৭ লাখ টাকার শেয়ার ক্রয় করে ঢাকায় চলে যান। ইমদাদুল হকের সঙ্গে সুসম্পর্ক থাকায় সমিতি থেকে প্রাপ্ত লভ্যাংশের টাকা উত্তোলন করে তার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন। ২০২৩ সালের ৯ জুন পিতৃশ্রাদ্ধ করার জন্য চট্টগ্রামের সিতাকুণ্ডে যাওয়ার পথে সায়েদাবাদ এলাকায় ইমদাদুলসহ তার সঙ্গে থাকা আরো কয়েকজন অস্ত্র ঠেকিয়ে ১০০ টাকার ৩ টি নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রাখেন। এর কিছু দিন পর ইমদাদুল বাড়িতে গিয়ে তার জমি দখলের চেষ্টা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আসামি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737045842-a9dc3068923c3a591ee8d95aa3f6a121.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আসামি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/16/1469455" target="_blank"> </a></div> </div> <p>ভুক্তভোগী আরো অভিযোগ করেন, বিষয়টি নিয়ে ওই বছরের ২২ নভেম্বর স্থানীয় সালিশের মাধ্যমে দেউলবাড়ী দোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার অস্থায়ী কার্যালয়ে তিমির চক্রবর্তী, আব্দুর রহমান, সাফায়েত বেপারী ও ইমদাদের ছোটভাই হাফিজুর রহমানকে নিয়ে ২ লাখ ৫০ হাজার টাকায় মীমাংসা করে দেন। কিন্তু বর্তমানে তারা ভাড়াটিয়া লোক পাঠিয়ে তাকে বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে বলেন। বিষয়টি নিয়ে গত ১২ জানুয়ারি নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগও করেন তিনি।</p> <p>এ বিষয়ে ইমদাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পান বিক্রি করছিলেন ভাবি, হঠাৎ ছুরিকাঘাত করেন দেবর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737042964-20b5bc025ce3c0d694f5641a5c359752.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পান বিক্রি করছিলেন ভাবি, হঠাৎ ছুরিকাঘাত করেন দেবর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/16/1469448" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে নাজিরপুর থানার বৈঠাকাটা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাধে শ্যাম সরকার বলেন, ‘ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম, কিন্তু কোনো সমাধানে আসতে পারিনি। তবে সমাধানের জন্য চেষ্টা চলছে।’</p>