<p>বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলি খান গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে অভিনেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি আছেন সাইফ। তার অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।</p> <p>এদিকে, ডাকাতির ঘটনা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। কে বা কারা জড়িত এর পেছনে, তা বের করতে তদন্তে নেমেছে পুলিশ। ডাকাতির চেষ্টার কারণ ব্যক্তিগত আক্রোশ, নাকি বিপুল সম্পত্তির অধিকারী সাইফের বাড়ি থেকে টাকাকড়ি, মূল্যবান অলঙ্কার হাতানোর জন্য এ ঘটনা সেই বিষয়ে জানতে মাঠে নেমেছে পুলিশ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুরিকাঘাতের আগে সাইফের বাড়ির পার্টিতে এসেছিলেন যারা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737013292-af18ace792a4ad1a68e904295904fa7b.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছুরিকাঘাতের আগে সাইফের বাড়ির পার্টিতে এসেছিলেন যারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469287" target="_blank"> </a></div> </div> <p>গনমাধ্যমসূত্রে জানা যায়, সাইফের সম্পত্তির মোট পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি। সঙ্গে রয়েছে স্ত্রী কারিনা কাপুরের আনুমানিক ৪৮৫ কোটির আয়। শোনা যায়, একটি সিনেমায় সাইফ পারিশ্রমিক নেন ১০-১৫ কোটি টাকা। এছাড়াও বিজ্ঞাপন বাবদ নিয়ে থাকেন ১-৫ কোটি করে। তাই সাইফের মতো তারকার বাড়িতে ডাকাতির কারণ হিসেবে প্রাথমিকভাবে অর্থ লুটপাটের বিষয়টিই ধারনা করা হচ্ছে। </p> <p>ভারতের প্রখ্যাত ও ঐতিহ্যশালী নবাব পতৌদি পরিবারের সন্তান সাইফ। বিলাসবহুল পতৌদি প্রাসাদ এবং ভোপালে একটি রাজকীয় পৈতৃক বাড়ির মালিক তিনি। সাইফের বাবা মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি অধিনায়ক। মা রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের কন্যা, তথা অতীতের বিখ্যাত নায়িকা। ফলে এককথায় বলা যায়, নীলরক্তের পরিবার থেকে উঠে আসা ছেলে সাইফ আলি খান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইফকে ছুরিকাঘাত, আতঙ্কিত হয়ে যা বলছেন তারকারা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737010887-a2066bf261101458f6aa7ff00d0635b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইফকে ছুরিকাঘাত, আতঙ্কিত হয়ে যা বলছেন তারকারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469279" target="_blank"> </a></div> </div> <p>সাইফের ঐতিহাসিন প্রাসাদে যা কিছু আছে, তা শুধু টাকার দামেই ঐতিহ্য-পরম্পরা ও ঐতিহাসিক দিক থেকে অমূল্য। একেকটি সামগ্রীর প্রাচীনত্বের মূল্য অর্থ দিয়ে মাপা অসম্ভব হলেও গুরুগ্রামে তাঁদের পারিবারিক প্রাসাদটির দামই ৮০০ কোটি টাকার বেশি। বিলাসবহুল এই প্রাসাদে ১-২টি নয়, রয়েছে ১৫০টি ঘর। এতে ৭ টি বেডরুম, ৭টি ড্রেসিং রুম এবং ৭টি বিলিয়ার্ড রুমের পাশাপাশি রয়েছে ড্রয়িং রুম ও ডাইনিং রুমও। এছাড়াও যে কত কী রয়েছে, তা অবিশ্বাস্য। সৌন্দর্যের বিচারেও এই প্যালেস অবর্ণনীয়। ২০০৫-২০১৪ পর্যন্ত পতৌদি পরিবারের প্রাসাদটি নিমরানা হোটেল গ্রুপকে লিজ দেওয়া হয়েছিল। </p> <p>পতৌদি প্যালেসের ইতিহাস শুরু হয় যখন ইফতিকার আলি খান এবং সাইফের ঠাকুরদা নতুন বউয়ের জন্য একটি নতুন প্রাসাদ নির্মাণের কথা ভাবেন তখন থেকে। ভোপালের নবাবজাদি বেগম সাজিদা সুলতানকে এই প্রাসাদে স্বাগত জানানোর জন্য তৈরি হয় এই মার্বেলের প্রাসাদ। প্রাসাদ তৈরি সম্পন্ন হয় ১৯৪০ সাল নাগাদ। ইফতিকার আলি খানের মৃত্যুর পর (১৯৫২) তাঁর পুত্র মনসুর আলি এই বাড়ির মালিক হন। ২০০০ সাল পর্যন্ত পতৌদি পরিবারের ঠিকানা ছিল এই প্রাসাদ। এখানেই বড় হয়েছেন সাইফও। ২০১৪ সালে নিজের উপার্জিত অর্থ দিয়ে এই প্রাসাদ ফের কিনে নেন সাইফ আলি। তিনি নিজেই এক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছিলেন। নতুন করে পৈতৃক সম্পত্তি কিনে নিয়ে সেখানে পুরনো ঐতিহ্য বজায় রেখে আধুনিকতার ছাপ এনে দেন সাইফ। এই প্রাসাদের ১৫০টি ঘরেই পুরনো দিনে আসবাব, ঝাড়লণ্ঠন, বিদেশি বাসনপত্র, তৈলচিত্র, ফুলদানি, অস্ত্রশস্ত্র রয়েছে। এছাড়া রয়েছে পতৌদি পরিবারের বিভিন্ন পুরস্কার ও মেডেল। এখানে রয়েছে সাতটি বিশাল শোওয়ার ঘর। তার সঙ্গেই রয়েছে সংলগ্ন ড্রেসিং রুম। বেশ কয়েকটি ডাইনিং রুম এবং বিশ্রাম নেওয়ার জায়গা। বিলিয়ার্ড রুম রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাড়িতে ঢুকে সাইফকে ছুরিকাঘাত, কেমন আছেন কারিনা ও বাচ্চারা?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737004478-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাড়িতে ঢুকে সাইফকে ছুরিকাঘাত, কেমন আছেন কারিনা ও বাচ্চারা?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/16/1469254" target="_blank"> </a></div> </div> <p>এই প্রাসাদে বহু ছবির শ্যুটিং হয়েছে। বহু বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা এখানে ছবির জন্য অথবা বেড়াতে এসেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অস্কার জয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। শ্যুটিং হয়েছে, মেরে ব্রাদার কি দুলহন, বীরজারা, মঙ্গল পান্ডে, রণবীর কাপুরের অ্যানিমাল, সাইফ আলি খানের তাণ্ডব সিরিজের। </p> <p>বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এখন বিপদমুক্ত আছেন সাইফ।</p>