<p style="text-align:justify">সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে ট্রাকের ধাক্কায় আহত ৩ জনের একজন মারা গেছেন। বুধবার সকালে দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।</p> <p style="text-align:justify">নিহত ব্যক্তির নাম শফিক আলী। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার চ-িতিয়র গ্রামের মৃত রশীদ আলীর ছেলে। শফিক পেশায় দিনমজুর ছিলেন।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে।’</p> <p style="text-align:justify">জানা যায়, সিলেটের দিকে আসা বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাজিরবাজারস্থ তান্দুরি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। এসময় রেস্টুরেন্টটির সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে-মুচড়ে দেয় ট্রাক। অটোচালক ও রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা দুজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত শফিক আলী বুধবার রাতে হাসপাতালে মারা যান।</p>