<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ আফ্রিকায় একটি পরিত্যক্ত স্বর্ণখনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। জোহানেসবার্গ শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্টিলফন্টেইন এলাকার ওই খনি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। গতকাল বুধবার দেশটির পুলিশ এই কথা জানিয়েছে। ওই খনিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে বাসিন্দাদের আশঙ্কা প্রকাশের পর গত সোমবার দেশটির কর্তৃপক্ষ মরদেহগুলো সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা শুরু করে। এক বিবৃতিতে পুলিশ জানায়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযানের দুই দিনে অবৈধ খনিটি থেকে ১০৬ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। অবৈধ খননকাজের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এদিকে ওই খনিতে আরো শত শত অবৈধ শ্রমিক থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত স্টিলফন্টেইন এলাকা থেকে দেড় হাজারের বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p> </p>