<p>জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ‘শহীদদের’ তালিকা নিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।</p> <p>বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রকাশিত প্রথম গেজেটে সারা দেশের ৮৩৪ জন ‘শহীদের’ নাম স্থান পেয়েছে। গণ-অভ্যুত্থানে শহীদদের এটিই প্রথম চূড়ান্ত তালিকা।</p> <p>মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহীদের মেডিক্যাল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা রয়েছে। </p> <p>এর আগে গত ২১ ডিসেম্বর সরকারের গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ‘শহীদ’ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল। সেখানে ৮৫৮ জন শহীদের নামের পাশাপাশি আহতদের তালিকায় ১১ হাজার ৫৫১ জনের নাম ছিল।</p>