<p>স্লোভাকিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলে বৃহস্পতিবার একজন শিক্ষার্থীর ছুরি হামলায় দুজন নিহত ও এজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী সংস্থার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।</p> <p>পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী হামলাকারী ওই শিক্ষার্থীকে অপরাধ সংঘটনের কিছুক্ষণের মধ্যেই আটক করা হয়। এ ছাড়া স্লোভাকিয়ার জরুরি সেবা বিভাগের ডাংকা কাপাকোভা বলেন, ‘আমরা দুজন নিহত ও একজন মাঝারি আঘাতপ্রাপ্তের খবর নিশ্চিত করছি। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।’  </p> <p>এই হামলা পোল্যান্ডের সীমান্তবর্তী শহর স্পিস্কা স্টারা ভেসে ঘটেছে, যা রাজধানী ব্রাটিস্লাভা থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। জরুরি সেবা বিভাগের মতে, এদিন স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ স্পিস্কা স্টারা ভেসের স্কুলটিতে অ্যাম্বুল্যান্স পাঠানো হয়।  </p> <p>পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারী একজন নারী শিক্ষক ও দুই সহপাঠীর ওপর আক্রমণ চালায়। স্থানীয় মেয়রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এসএমই জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে একজন উপপ্রধান শিক্ষক ও একজন শিক্ষার্থী।</p> <p>স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুটাজ এসটক এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং হামলাস্থলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এ ঘটনাকে ট্র্যাজেডি উল্লেখ করে বলেন, ‘ছুরি বা অন্য কোনো অস্ত্র দিয়ে পৃথিবীর কোনো সমস্যার সমাধান করা যায় না।’  </p> <p>এর আগে ২০২০ সালে স্লোভাকিয়ার একটি স্কুলে এক প্রাক্তন শিক্ষার্থী ছুরি হামলা চালিয়ে একজন শিক্ষককে হত্যা ও কয়েকজনকে আহত করেছিল। পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়।</p> <p>সূত্র : এএফপি</p>