<p style="text-align:justify">ভারতের মিজোরাম রাজ্যে অস্ত্রের বড় একটি চালান জব্দ করেছে সেখানকার পুলিশ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মিয়ানমারের চীন ন্যাশনাল ফ্রন্ট (সিএনএফ) এই চোরাচালানে যুক্ত ছিল বলে জানিয়েছে মিজোরাম পুলিশ। </p> <p style="text-align:justify">মিজোরাম পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মামিত জেলার পশ্চিম ফেইলেং থানার সাইথা গ্রামে যৌথ অভিযানে বড় একটি অস্ত্রের চালান জব্দ করা হয়। এ সময় সিএনএফের ঊর্ধ্বতন এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০টি কার্তুজ এবং ১৩টি ম্যাগাজিন। </p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্ত্রের চালানটি সিএনএফ এবং ইউপিডিএফের মধ্যে লেনদেন হচ্ছিল। তবে অস্ত্রগুলো বাংলাদেশে আসছিল নাকি মিয়ানমারে যাচ্ছিল তা জানানো হয়নি।</p> <p style="text-align:justify">মিজোরাম পুলিশের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই অভিযানে যে পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, তা পরিমাণের দিক দিয়ে অন্যতম সর্বাধিক। এর ফলে এই এলাকা দিয়ে অস্ত্র পাচার নিয়ে উদ্বেগ বাড়ল। শুধু তাই নয় এক্ষেত্রে অস্ত্র পাচারের সময় একাধিকবার আন্তর্জাতিক সীমান্ত পার করা হচ্ছে, যা এখানকার আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার পক্ষে বিপজ্জনক।</p>