<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। দেশটিতে কাজ করতে যেতে ইচ্ছুক ভারতীয়রা এ জন্য বেশ চাপে পড়েছে। সৌদি আরবগামী ভারতীয়দের এখন থেকে পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সৌদি আরবে অবস্থিত ভারতীয় মিশনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। নতুন এই নিয়ম গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। এ ক্ষেত্রে ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন নিয়ম অনুসারে, প্রতিষ্ঠানের মালিক ও মানবসম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেওয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সৌদি আরব ইকামা (বাসস্থানের অনুমতি) নবায়ন ও এক্সিট-রি-অ্যান্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে। সে ক্ষেত্রে শ্রমিক ভিসার আবেদনের জন্য প্রথমে চাকরির প্রস্তাব পেতে হবে। নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রণপত্র থাকতে হবে। সেই আমন্ত্রণপত্র সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি চেম্বার অব কমার্স যাচাই করে দেখবে। সব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। দুটি ফাঁকা পৃষ্ঠাসহ ছয় মাসের জন্য বৈধ পাসপোর্ট, ভিসার জন্য পূরণ করা আবেদনপত্র, চাকরি হওয়ার স্বাক্ষরিত চুক্তি, শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত কপি, স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট জমা দিতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের নতুন বিষয়টি ছয় মাস আগে প্রস্তাব করা হয়েছিল। লক্ষ্য ছিল সৌদি আরবের প্রশিক্ষণকেন্দ্রগুলোর সীমিত ক্ষমতার কথা বিবেচনা করে ভারতীয় কর্মীদের প্রবাহ নিয়ন্ত্রণ করা ও মান নিশ্চিত করা। মূলত সৌদি আরবে ভারতীয়দের সংখ্যা কমাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ ভারত থেকে যেসব কর্মী সেখানে যান, তাঁরা ততটা প্রশিক্ষিত থাকেন না বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণকেন্দ্রের অভাবকে দায়ী করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, সৌদি আরবে বাংলাদেশের পর সর্বোচ্চ প্রবাসী কর্মী আছেন ভারতের। সব মিলিয়ে সৌদিতে বর্তমানে অবস্থান করছেন ২৪ লাখের বেশি ভারতীয়। যার প্রায় ১৭ লাখ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাকিরা গৃহকর্মী হিসেবে কাজে নিয়োজিত আছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরবের ভিশন-২০৩০ অনুযায়ী দেশটি দক্ষ কর্মী নিয়ে যেতে চায়। এ ছাড়া নিয়োগের বিষয়টিও উন্নীত করার লক্ষ্য তাদের। সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p>