<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল বাহা দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের একটি শহর, যা সারাওয়াত পর্বতমালায় অবস্থিত। এটি আল বাহাহ অঞ্চলের রাজধানী এবং এটি দেশটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এখানকার মনোরম জলবায়ু বেশ উপভোগ্য। এলাকাটি রাঘদান, আল-জারেব এবং বাইদানসহ ৪০টিরও বেশি বন দ্বারা বেষ্টিত। শীতকালে এই এলাকার বাড়তি আকর্ষণ কাজুবাদামের দৃষ্টিনন্দন ফুল। উল্লেখ্য, কিডনি আকৃতির বীজ কাজুবাদাম গন্ধ ও স্বাদে মিষ্টিজাতীয়। ওজন হ্রাস, রক্তে শর্করার নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর হৃৎপিণ্ড গঠন, ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধ, ত্বক ও চুলের সুরক্ষায় কাজুবাদাম এক দারুণ পুষ্টিকর খাবার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীতকালে আল বাহা এলাকাটির ল্যান্ডস্কেপ অসাধারণ রূপ ধারণ করে। কারণ তখন এখানকার বাগান আর পার্কের পাশাপাশি বনাঞ্চলেও কাজুবাদামগাছে সাদা-গোলাপি ফুল ফোটে। চলতি বছর আবহাওয়া বেশ অনুকূল থাকায় কাজুবাদামগাছে ফুলের আধিক্য পর্যটকসহ এলাকাবাসীর নজর কেড়েছে। স্থানীয় কৃষকরাও আশা করছেন, এবার কাজুবাদামের ফলন অনেক বাড়বে। এই এলাকায় কাজুবাদামের চাষ একটি প্রাচীন ঐতিহ্য। এটা স্থানীয় অর্থনীতির প্রাণও বটে। আবার দৃষ্টিনন্দন ফুলের কারণে শীতকালে এখানে পর্যটক সমাগম বাড়ে। কর্তৃপক্ষ আশা করছে, চলতি বছর বাহা অঞ্চলে ইকোট্যুরিজম বেশ খানিকটা বাড়বে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারাওয়াত পর্বতমালার বিশাল অংশজুড়ে কাজুবাদামের চাষ হয়। বালজুরাশি, আল মানদাক ও বনি হাসান এলাকায়ও পরিকল্পিতভাবে কাজুবাদামের চাষ হয়। কৃষকরা জানান, প্রতিটি গাছ থেকে প্রায় ২০০ কেজি কাজুবাদাম পাওয়া যায়। স্থানীয় অর্থনীতির বিকাশে এখানকার পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় কাজুবাদামের চাষে উৎসাহ ও সহযোগিতা দেয়। এই লক্ষ্যে তারা এক সিরিজ কর্মশালার আয়োজন করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজুবাদামগাছ প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। সামান্য পানি পেলেই এই গাছ সারা বছর সতেজ থাকে। শীতের শেষ দিকে কাজু ফল পরিপক্ব হয়। এ সময় এখানে বেশ বৃষ্টিপাত হয়। সূত্র : এরাব নিউজ</span></span></span></span></span></p>