<p>ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া বের হয়। এতে ট্রেনের ভেতর যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন স্টেশনে প্রবেশ করলে সংশ্লিষ্টরা ধোঁয়া নিয়ন্ত্রণ করেন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।</p> <p>বুধবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিপীল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছার সময় হঠাৎ ইঞ্জিন থেকে প্রচুর ধোঁয়ার কুন্ডলী বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে রেলওয়ের কর্মীরা, ট্রেনের চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে ট্রেনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে নেয়। </p> <p>তিনি আরো বলেন, ট্রেনের ইঞ্জিনের ব্রেকের স্থানে ধোঁয়ার সৃষ্টি হয়। ধোঁয়া নিয়ন্ত্রণের সময় গাড়ির পাওয়ার বন্ধ করে দিলে যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় কিছু যাত্রী হুড়াহুড়ি করে ট্রেন থেকে নেমে যায়। ধোঁয়া নিয়ন্ত্রণে আসলে ১৫ মিনিট বিলম্বে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।</p>